প্রথমে ইঞ্জিনে আগুন। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিন লাগোয়া কামরাতে। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন তখন প্রবল গতিতে ছুটছে। এদিকে যাত্রী বোঝাই কামরায় আগুন হুহু করে ছড়াচ্ছে। এই অবস্থায় আতঙ্কিত যাত্রীরা বুঝে উঠতেই পারছিলেননা কীভাবে বাঁচাবেন নিজেদের। চলন্ত ট্রেন থেকে নেমে পালানোরও উপায় নেই। আবার ট্রেনের মধ্যে থাকলে আগুন গ্রাস করবে। এই অবস্থায় আতঙ্কে ২ যাত্রী চলন্ত ট্রেন থেকেই বাইরে ঝাঁপ দেন। এদিকে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই ট্রেন থামান চালক।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ছাতারহাট রেল স্টেশনের কাছে। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি তখন ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল। বেলা ১১টা ১৮ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ট্রেন থামার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। আগুন দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে।
আগুন দেখে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে যে ২ ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন তাঁদের মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের দাবি, অনেক যাত্রী কমবেশি আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। রেল কর্তৃপক্ষ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)