National

যাত্রীদের জন্য এবার ট্রেনেও মিলবে মাসাজের সুবিধা

ট্রেনে উঠে যদি মাথা ব্যথা করে। অথবা কেউ মনে করেন পা-টা একটু মাসাজ করে নিলে ভাল হয়। মোটকথা কোনও যাত্রী যদি ব্যথার কারণেই হোক বা নেহাতই আয়েশ করার জন্য মাসাজ চান তবে তাঁকে সেই সুবিধার বন্দোবস্ত করে দেবে রেলই। এই সুবিধা ভোগ করার জন্য যাত্রীকে আর পার্লারের জন্য অপেক্ষা করে থাকতে হবে না। ভারতীয় রেলে এই অভিনব পরিষেবা শুরু হল। তবে পুরো ভারত জুড়ে এখন এই সুবিধা শুরু হয়নি। কেবলমাত্র ইন্দোর থেকে ছাড়া ৩৯টি ট্রেনে এই পরিষেবা নেওয়ার সুবিধা পাবেন যাত্রীরা।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রতলাম ডিভিশনে এই সুবিধা চালু করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এই সুবিধা যাত্রীরা বিনামূল্যে ভোগ করতে পারবেন না। এজন্য তাঁদের মাথাপিছু গুনতে হবে ১০০ টাকা। ট্রেনের টিকিটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই পরিষেবা সম্পূর্ণ আলাদা ভাবে কিনতে হবে যাত্রীদের। রেল কর্তৃপক্ষ আপাতত স্থির করেছে ৩ থেকে ৫ জন মাসাজকর্মী ট্রেন পিছু থাকবেন। যাত্রীদের তাঁদের ভাড়া করতে হবে। এই সুবিধার ফলে রেলের আয় আপাতত ২০ লক্ষ টাকা বছরে বাড়বে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।


আপাতত যেসব ট্রেনে এই সুবিধা পেতে পারেন যাত্রীরা সেগুলি হল মালওয়া এক্সপ্রেস, অবন্তিকা এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস, নর্মদা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, পুনে-ইন্দোর এক্সপ্রেস সহ ৩৯টি ট্রেন। নন ফেয়ার রেভিনিউ আইডিয়াজ স্কিম পলিসি-র আওতায় এই সুবিধা ট্রেনে চালু করা হল। যাঁদের মাসাজের জন্য রেল নিয়োগ করবে তাঁদের দক্ষতা আগে পরীক্ষা করে তবেই তাঁদের সুযোগ দেবে রেল কর্তৃপক্ষ। এর ফলে বেশ কিছু কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button