কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত ভাটপাড়া, কাঁকিনাড়া। গত রবিবার রাতে সেখানে বোমাবাজি হয়। সোমবার সকালেও অবস্থা উত্তপ্ত ছিল। ভাটপাড়ায় অশান্তির প্রতিবাদে এদিন স্থানীয় কিছু বাসিন্দা রেল অবরোধ করেন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। ট্রেনগুলোয় তখন তিল ধারণের জায়গা নেই। এই অবস্থায় এমন একটি অবরোধ কিন্তু চরম সমস্যার কারণ হয়।
শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। অনেক ট্রেন থমকে দাঁড়িয়ে পড়েন। চরম পরিস্থিতির শিকার হন অফিসযাত্রীরা। সকাল ৯টা ৫ থেকে অবরোধ শুরু হয়। এমন সময় অবরোধ হয় যে ঠিক তখনই অফিসমুখী যাত্রীদের ভিড় ঠাসা থাকে ট্রেনগুলিতে। অবরোধ না ওঠায় কিছুক্ষণ অপেক্ষা করে অনেকেই সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। প্রবল অচলাবস্থার সৃষ্টি হয়।
অবরোধ চলে প্রায় ২ ঘণ্টা। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। ১১টা ১৫ মিনিট নাগাদ অবরোধ ওঠে। ফের চালু হয় ট্রেন চলাচল। কিন্তু ততক্ষণে যাত্রীরা যা সমস্যা সহ্য করার করে ফেলেছেন। ২০টি ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। অবরোধ উঠলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।