স্টেশন যখন পার করে তখনও আগুনের লেশমাত্র ছিলনা। কিন্তু স্টেশন পার করার পরই প্রথমে ৯ নম্বর কামরায় আগুন জ্বলে ওঠে। তারপর তা গ্রাস করে তার পাশের কামরা। ট্রেনের ২টি কামরায় আগুন লেগেছে। এই খবর পাওয়া মাত্র মাঝপথেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। এদিকে ২টি কামরার যাত্রীদের মধ্যে আতঙ্ক তখন তুঙ্গে। শুধু ২টি কামরা বলেই নয়, আগুন ছড়ানোর ভয় তখন গ্রাস করেছে গোটা ট্রেনের যাত্রীদেরই।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে দিল্লিগামী তেলেঙ্গানা এক্সপ্রেসে। ট্রেনটি হরিয়ানার আসাওটি স্টেশন ছাড়ার কিছু পরেই আগুন দেখতে পাওয়া যায়। তখন ঘড়িতে বাজে সকাল ৭টা ৪৩। ট্রেন থামতেই যাত্রীদের মধ্যে ট্রেন থেকে নেমে পড়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় যাত্রীদের কারও অবশ্য কোনও ক্ষতি হয়নি।
কেন আগুন লাগল? রেল কর্তৃপক্ষ পরে জানিয়েছে, ট্রেনের যে ব্রেক হয়, যা চাকার সঙ্গে থাকে, সেখান থেকেই আগুন ছড়ায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। আসাওটি ও বল্লভগড় স্টেশনের মাঝখানে ঘটনাটি ঘটে। যে ২টি কামরায় আগুন লাগে সে ২টি বাদ দিয়ে বাকি ট্রেনটিকে ফের চলার জন্য তৈরি করেন রেলকর্মীরা। পোড়া কামরার যাত্রীদের সামনের দিকের কামরাগুলিতে তুলে দেওয়া হয়। বেলা ১০ টা ৩৫ মিনিট নাগাদ ট্রেনটি ফের গন্তব্যে যাত্রা শুরু করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা