National

অযোধ্যা স্টেশনে নামলেই রাম মন্দির দেখতে পাবেন ট্রেনযাত্রীরা

অযোধ্যা মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির দখল এখন রামলালার হাতে। ওখানে তৈরি হতে চলেছে রাম মন্দির। কেন্দ্রের নজরদারিতেই তৈরি হবে মন্দিরটি। সেই বিশাল মন্দির তৈরি হলে তা দর্শন করতে মানুষ তো আসবেনই। তাছাড়াও এই মন্দির শহরে এখনও বহু পর্যটক হাজির হন। সরযূ নদী, নানান মন্দির, অযোধ্যার মত প্রাচীন শহর ঘুরে দেখেন। রেলপথে অযোধ্যা স্টেশনে নেমেই তাঁরা শহরে প্রবেশ করেন। রাম মন্দিরের কথা মাথায় রেখে তাই অভিনব উদ্যোগ নিল রেল।

অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজানোর কথা ২০১৮ সালেই ঘোষণা করেছিল রেল। কিন্তু তা থমকে ছিল অযোধ্যা মামলার রায়ের জন্য। এখন যখন রায় সামনে এসেছে তখন নড়েচড়ে বসেছে রেল। অযোধ্যা রেলস্টেশনকে হুবহু রাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। সেখানে রাম মন্দিরের জন্য নিয়ে আসা শিলাখণ্ড, শ্রীরাম লেখা শিলাখণ্ডও ব্যবহৃত হবে। থাকবে মন্দিরের মতই অনেক স্তম্ভ এবং গম্বুজ। যা অযোধ্যার সংস্কৃতিকে তুলে ধরবে। কার্যত রাম মন্দিরের একটি মডেল তৈরি হচ্ছে স্টেশনে। ফলে স্টেশনে নেমে মূল রাম মন্দির পর্যন্ত পৌঁছনোর আগেই রাম মন্দিরটি কেমন দেখতে তা জেনে যাবেন আগত ট্রেন যাত্রীরা।


রাম মন্দিরের আদলে স্টেশনকে সাজিয়ে তোলার পাশাপাশি অযোধ্যা স্টেশনে ২টি ফুট ওভারব্রিজ তৈরি হবে। গোটা স্টেশন চত্বর এলইডি আলোয় সাজিয়ে তোলা হবে। সন্ধে নামলে তা ঝলমল করবে। ৩টি প্ল্যাটফর্মে থাকবে ২৪টি মিনারেল ওয়াটারের কিয়স্ক। এয়ার কন্ডিশনড ওয়েটিং রুম, স্টেশনে প্রচুর স্টিলের চেয়ার। সব মিলিয়ে অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজাতে খরচ হবে ৮০ কোটি টাকা। আগামী ২০২০ সালের দিওয়ালীর আগেই পুরো কাজ সম্পূর্ণ করা হবে বলে জানাচ্ছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button