সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে পশ্চিমবঙ্গে বেলডাঙা, উলুবেড়িয়ার মত ১৫টি রেলস্টেশনে কম বেশি ভাঙচুর হয়। প্রতিবাদের নামে তছনছ করা হয় রেলস্টেশন চত্বর। বড় ক্ষতির শিকার হয় ভারতীয় রেল। সেই ক্ষতির অঙ্ক যে বড়সড়ই হবে তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু কত টাকার মত ক্ষতি হয়েছে? সেটাই এবার পরিস্কার করল রেল। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর রেল জানিয়েছে তাদের ক্ষতির অঙ্কের পরিমাণ ৯০ কোটি টাকা।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্ব রেলের। ক্ষতির পরিমাণ ৭০ কোটি। তারপরই রয়েছে দক্ষিণপূর্ব রেল। ক্ষতির অঙ্ক ১৬ কোটি টাকা। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে তারপরেই রয়েছে। ক্ষতির অঙ্ক সাড়ে ৩ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৯০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলের। এটা শুধু ক্ষতির পরিমাণ। এরসঙ্গে নতুন করে তৈরি বা টিকিট ফেরতের ফলে যে আর্থিক ক্ষতি হয়েছে তা ধরা নেই।
রেলের তরফে আরও পরিস্কার করে জানানো হয়েছে যে রাজ্যে মোট ১৫টি স্টেশনে ভাঙচুর হয়। এখানে টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম শেড, যাত্রীদের বসার জায়গা, প্যানেল রুম তছনছ করা হয়। তাণ্ডব চালানো হয় রেলের কামরাতেও। ১৪টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৪ দিন রেলস্টেশন ও কামরায় হামলা হয়। প্রতিবাদের নামে এই তাণ্ডবে রেলের বড় অঙ্কের ক্ষতি এবার প্রকাশ্যে এল। সেইসঙ্গে যাত্রী হয়রানি ও ট্রেন বাতিলের হয়রানি তো রয়েছেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা