ভারতের যে প্রান্তেই যাওয়া যাক, সেখানে রেলস্টেশনে স্টেশনের নাম লেখা বোর্ড থাকে। হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে স্টেশনের নাম। ইংরাজি, স্থানীয় ভাষা ও হিন্দি ভাষায় স্টেশনের নাম লেখা থাকে। উত্তরাখণ্ডে সেই নাম লেখা বোর্ডের ভাষায় বদল আনছে রেল কর্তৃপক্ষ। উত্তরাখণ্ডের সব রেলস্টেশনে মুছে ফেলা হবে উর্দু ভাষায় লেখা স্টেশনের নাম। সেখানে জায়গা পাবে সংস্কৃত ভাষায় লেখা স্টেশনের নাম।
সংস্কৃত ভাষার প্রসারকে মাথায় রেখেই এই বন্দোবস্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। সংবাদ সংস্থা আইএএনএস রেল সূত্র জানাচ্ছে, রেল এই সিদ্ধান্ত রেলের ম্যানুয়াল মেনেই করেছে। সেখানে লেখা আছে ইংরাজি, হিন্দি ছাড়াও সেই রাজ্যের দ্বিতীয় ভাষায় স্টেশনের নাম লিখতে হবে। রেল তাই উর্দু মুছে সেখানে সংস্কৃত ভাষাকে প্রাধান্য দিচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন রেলস্টেশনে।
২০১০ সালে উত্তরাখণ্ডই ছিল দেশের প্রথম রাজ্য যেখানকার রাজ্য সরকার সংস্কৃতকে তাদের রাজ্যের দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেয়। সেদিক থেকে রেলস্টেশনে সংস্কৃত ভাষায় স্টেশনর নাম লেখা থাকতেই পারে। এতদিন কেন তাহলে উর্দু ছিল? রেলের আধিকারিকরা জানাচ্ছেন, উত্তরাখণ্ড ছিল উত্তরপ্রদেশের সঙ্গেই। পরে তা ভেঙে আলাদা রাজ্য তৈরি হয়। আর উত্তরপ্রদেশের দ্বিতীয় ভাষা উর্দু। তাই উত্তরাখণ্ডের স্টেশনগুলিতেও উর্দু নামই রয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা