বাঁক নিয়েছে রেললাইন। তার ওপর দিয়েই ছুটে যাচ্ছে একটি ট্রেন। সেই ট্রেনেই এক কিশোর ঝুলছে। ট্রেন থেকে সেই ভিডিও তুলছে একজন। ভিডিওটি তোলাই হচ্ছিল ওই কিশোরের চলন্ত ট্রেনে ঝুলে ঝুঁকির স্টান্ট ক্যামেরায় বন্দি করে রাখতে। কিশোরের ওই কাণ্ড জানলা দিয়ে দেখছিলেন যাত্রীরাও। এদিকে ঝুলতে ঝুলতে একসময় ভারসাম্য হারায় ওই কিশোর। একটা হাত দিয়ে ট্রেনের রড ধরা অবস্থাতেই পড়ে যায় নিচে। হেঁচড়ে যেতে থাকে ট্রেনের গতির সঙ্গে। ছেড়ে যায় হাত। আর তারপরই সোজা ঢুকে যায় ট্রেনের তলার দিকে।
এবার সেই দৃশ্য দেখে হকচকিয়ে যান যাত্রীরা। প্রায় সকলেই ধরে নেন যেভাবে ট্রেনের তলার দিকে ঢুকে গেছে ওই কিশোর তাতে তার মাথা নির্ঘাত ট্রেনের চাকায় কাটা পড়েছে। কিন্তু একটু পরেই দেখা যায় ওই কিশোর ট্রেনের নিচের দিক থেকে বেরিয়ে এসেছে। বসে পড়েছে লাইনের ধার ধরে পড়ে থাকা খোয়ার ওপর। যাত্রীরা তাকে সুস্থ অবস্থায় দেখে হাঁফ ছেড়ে বাঁচেন। এমনই একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ভিডিওটি প্রকাশ করে এমন ধরণের ঝুঁকি নিতে নিষেধ করেছেন তিনি। এটা বাহাদুরি নয়। বরং বোকামি। সকলকে এমন ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকার এই বার্তা দ্রুত শেয়ার হয়েছে। অবশ্যই রেলমন্ত্রীর এই বার্তা দেশের যুব সমাজের জন্য একটি দরকারি অধ্যায়। সতর্ক না হলে জীবন যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। এটাই মনে করিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। যুবা মনের বাহাদুরি দেখানোর প্রবণতা নিয়েও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা