National

৩০ বার ওঠবস করলেই আকর্ষণীয় অফার আনল রেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয়েছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট। গত বছর থেকে দেশের মানুষকে সুস্থ রাখার এই প্রয়াস শুরু করেছেন তিনি। এজন্য অবশ্য এগিয়ে আসতে হবে দেশের মানুষকেই। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিতে যাতে দেশবাসী উৎসাহ পান সেজন্য এবার ভারতীয় রেল এক নয়া উদ্যোগ নিল। যে উদ্যোগ সম্বন্ধে ভিডিও ট্যুইট করে জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

দিল্লির আনন্দ বিহার রেল স্টেশন থেকেই শুরু হয়েছে এই নয়া উদ্যোগ। এই স্টেশনে একটি মেশিন বসিয়েছে রেল কর্তৃপক্ষ। মেশিনের একটি নির্দিষ্ট গোল জায়গায় দাঁড়িয়ে সেখানেই ৩ মিনিটে ৩০ বার ওঠবস করতে হবে। যা সামনে থাকা একটি মনিটরে ফুটেও উঠবে। মেশিনই দেখিয়ে দেবে যে কেউ সত্যিই ৩ মিনিটের মধ্যেই ৩০বার ওঠবস করতে পারলেন কিনা। তা যদি পারেন তাহলে তাঁর বেশ কিছু টাকা বাঁচিয়ে দেবে রেল।


ওই স্টেশনে ৩ মিনিটে ৩০ বার ওঠবস ঠিকঠাক করতে পারলেই মিলবে বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট। রেলমন্ত্রী ট্যুইট করে সেই ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন শরীর সুস্থ রাখা এবং কিছু টাকা বাঁচানোর সুযোগ রয়েছে দিল্লির এই স্টেশনে। শুধু ওই মেশিনে শরীরচর্চাটা সঠিকভাবে করতে হবে। ফিট ইন্ডিয়া মুভমেন্টে মানুষকে এই মেশিন কতটা উৎসাহ দেয় তা সময়ই বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button