
ট্রেন দুর্ঘটনা এখন নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। শনিবার রাত ১১টা ২০ নাগাদ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসের ৯টি কামরা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত ৫৬ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শুরু হয় উদ্ধারকাজ। ৪টি রিলিফ ট্রেনে বাকি যাত্রীদের ফিরিয়ে আনা হয়। ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এদিকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ২৫ হাজার টাকা করে পাবেন অল্প আহতরা। এদিকে দুর্ঘটনার জেরে রায়গড়-বিজয়নগরম লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘুরপথে গন্তব্যে পৌঁছচ্ছে বাকি ট্রেনগুলি।