ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল। এবার মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার ঘানারি গ্রামের কাছে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাধারণ যাত্রী নয়, ৩ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে যাত্রীবাহী ট্রেন নয়, ২টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২টি ট্রেন মিলিয়ে ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। আটকা পড়েন রেলকর্মীরা। পরে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে রেল দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের দায় থেকেই যায়। কিন্তু এই দুর্ঘটনায় তাদের যাবতীয় দায় ঝেড়ে ফেলেছে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে এই ২টি গাড়িই যাচ্ছিল মেরি গো রাউন্ড পদ্ধতি মেনে। যা পুরোটাই নিয়ন্ত্রণ করে এনটিপিসি। তাই এতে তাদের কিছু করার নেই। ভোর সাড়ে ৪টেয় ঘটনাটি ঘটে। লাইনের ওপরই এদিক ওদিক বেঁকে যায় কামরাগুলি। একটি খালি মালগাড়ি ও একটি ভর্তি মালগাড়ির মধ্যে সংঘর্ষটি হয়। সজোরে মুখোমুখি সংঘর্ষ ১৩টি বগি এদিক ওদিক গিয়ে পড়ে।
পুলিশ জানাচ্ছে প্রাথমিকভাবে ২টি কারণকে তারা এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছে। এক হতে পারে পুরোটাই চালকদের ভুলের ফল। আবার এমনও হতে পারে যে সিগনালিং সিস্টেমে কোনও ত্রুটি হওয়ায় তার ফল ভোগ করতে হল এই দুর্ঘটনার মধ্যে দিয়ে। সঠিক কারণ এখন তদন্ত সাপেক্ষ। তবে এই দুর্ঘটনার জন্য সাধারণ রেল চলাচলে কোনও সমস্যা হয়নি। কারণ যে লাইনে ঘটনাটি ঘটে তা একমাত্র এনটিপিসি ব্যবহার করে। তারা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়ার জন্য এই লাইন ব্যবহার করে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা