রেল স্টেশনে যদি ট্রেনে যাতায়াত ছাড়াও কেউ প্ল্যাটফর্মে কোনও কাজে ঢুকতে যান তাহলে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়। অনেক সময় কাউকে ট্রেনে তুলতে আসা বা স্টেশনে কারও সঙ্গে দেখা করতে আসা সহ নানা প্রয়োজনে মানুষ রেলওয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করে থাকেন। দেশের এমন ২৫০টি স্টেশনে ভারতীয় রেলের তরফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হল। ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিটের নতুন দাম হয়েছে ৫০ টাকা। অর্থাৎ ৫ গুণ বাড়ানো হল দাম।
করোনা ভাইরাস এখন সারা ভারতের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর রেল স্টেশন এমন জায়গা যেখানে মানুষের ভিড় লেগেই থাকে। তাই রেল কর্তৃপক্ষ চাইছেন রেলে ভ্রমণ ছাড়া আর কারও স্টেশনে ঢোকা কমাতে। সেই কথা মাথায় রেখেই প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ গুণ বাড়িয়ে দেওয়া হল। যাতে সাধারণ মানুষ অপ্রয়োজনে রেল স্টেশনে প্রবেশ থেকে বিরত থাকেন।
২৫০টি স্টেশন বাদেও দেশের আঞ্চলিক রেলওয়ে ম্যানেজারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর এলাকায় থাকা রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের কী দাম হবে তা স্থির করা। প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়লে মানুষ অন্য কোনও দরকারে প্ল্যাটফর্ম প্রবেশ বন্ধ করবেন বলেই মনে করছেন রেল আধিকারিকরা। ফলে স্টেশনে মানুষের চাপ কমবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা