বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনকে রক্ষা করলেন এক গ্রামবাসী। কোচবিহারের ঘুঘুমারিতে সোমবার সকালে ট্রেন লাইনে ফাটল দেখতে পান তিনি। দূরে তখন ট্রেনের হুইসল শোনা যাচ্ছে। বিপদ বুঝে তখনই গায়ের লাল জামা ছেড়ে সেটা ওড়াতে ওড়াতে লাইন ধরে ছুটতে শুরু করেন মাধব দাস নামে ওই ব্যক্তি। যদিও মাধববাবুর দাবি, কুয়াশা থাকায় ট্রেন চালক তাঁর লাল জামা দূর থেকে দেখতে পাননি। ট্রেন দাঁড় করাতে তাই জামা ওড়ানোর সঙ্গে চেঁচাতেও শুরু করেন তিনি। অবশেষে ফাটলের প্রায় কাছে পৌঁছে চালক তাঁকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেন। নেমে এসে লাইনে ফাটল দেখে ধন্যবাদও দেন মাধব দাসকে। পরে রেলকর্মীরা এসে লাইন সারাই করেন। কিন্তু কীভাবে এই ফাটল তৈরি হল তা এখনও স্পষ্ট নয়।