স্টেশন থেকে লুঠ হয়ে গেল জলখাবার, জলের বোতল
স্টেশনে এনে রাখা জলখাবার লুঠ করলেন পরিযায়ী শ্রমিকরা। জলের বোতলও লুঠ হল যথেচ্ছ।
নয়াদিল্লি : শ্রমিক স্পেশাল ট্রেন এখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে এই ট্রেন। এখানে সফররত শ্রমিকদের জন্য জলখাবার, পানীয় জলের ব্যবস্থা রাখছে আইআরসিটিসি। এমনই একের পর এক ট্রেন ছাড়ছে দিল্লি থেকেও। পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনে তাই ব্যস্ততাও রয়েছে। সেই ব্যস্ত স্টেশন চত্বর থেকে সকলের সামনে দিয়ে লুঠ হয়ে গেল জলখাবারের প্যাকেট, পানীয় জলের বোতল।
পঞ্জাবের অমৃতসর থেকে একদল পরিযায়ী শ্রমিক বিহারের গয়ায় তাঁদের বাড়ি ফিরছিলেন। তাঁরা পুরনো দিল্লি স্টেশনে অপেক্ষা করছিলেন। গত শুক্রবার বিকেলের কথা। তখন ঘড়িতে সাড়ে ৫টা। আইআরসিটিসি-র তরফে শ্রমিক স্পেশাল ট্রেনে তোলার আগে এক কার্টুন জলখাবারের প্যাকেট এনে রাখা হয় স্টেশন চত্বরে। যাতে ছিল চিপস, বিস্কুটের প্রচুর প্যাকেট। এছাড়াও আনা হয় বেশকিছু জলের বোতল।
অভিযোগ, গয়া যাওয়ার জন্য অপেক্ষারত শ্রমিকদের কয়েকজন ওই কার্টুনগুলির ওপর ঝাঁপিয়ে পড়েন। তারপর যে যতটা পারেন তুলে নেন। যতটা নিয়ে যাওয়া সম্ভব ততটাই তাঁরা সেখান থেকে লুঠ করেন। তারপর রেল পুলিশ আসার আগেই সেখান থেকে চম্পট দেন। কারা একাজ করেছেন তার খোঁজ পরে শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা