গন্তব্যে পৌঁছতে শ্রমিক স্পেশাল থেকে উদ্ধার ২টি দেহ
দেশজুড়ে এখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ছুটছে শ্রমিক স্পেশাল ট্রেন। তারই একটি ট্রেন গন্তব্যে পৌঁছতে ট্রেন থেকে মিলল ২টি নিথর দেহ।
বারাণসী : পরিযায়ী শ্রমিকদের তাঁদের নিজের রাজ্যে পৌঁছে দিতে শ্রমিক স্পেশাল ট্রেন চলছে। এমনই একটি ট্রেন বুধবার সকালে পৌঁছয় বারাণসীর মান্ডুয়াডিহ স্টেশনে। মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাল থেকে শ্রমিকদের নিয়ে বারাণসী পৌঁছয় ট্রেনটি। স্টেশনে পৌঁছতে শ্রমিকরা মালপত্র নিয়ে নেমে আসেন ট্রেন থেকে। ট্রেন খালি হওয়ার পর স্টেশন থেকে তা কারশেডে পাঠানো হয়।
দূরপাল্লার ট্রেন গন্তব্যে পৌঁছনোর পর এমনিতেই কারশেডে যায়। এখন তো করোনা আবহে ট্রেনের পরীক্ষার পাশাপাশি তা স্যানিটাইজ করার কাজও হচ্ছে। কারশেডে রেলকর্মীরা যখন ট্রেনটির বিভিন্ন কামরা সাফ করতে ওঠেন তখনই নজরে পড়ে ট্রেনের মধ্যে ২ জায়গায় পড়ে আছে ২টি দেহ। দ্রুত দেহ ২টি উদ্ধার করা হয়।
রেলের তরফে জানানো হয়েছে ২ জনের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। বিশেষভাবে সক্ষম ২০ বছরের দশরথ প্রজাপতি জৌনপুরের বাসিন্দা। তাঁর মৃত্যু হয়েছে। দ্বিতীয় জনের পরিচয় জানার চেষ্টা চলছে। ২ জনের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দশরথের পরিবারের লোকজনও বারাণসীতে হাজির হয়েছেন দেহ নিতে। কীভাবে মৃত্যু তা জানতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা