বর্ধমান স্টেশনে ফের দুর্ঘটনা, ভেঙে পড়ল ফলস সিলিং
বর্ধমান স্টেশনে ফের দুর্ঘটনা। রবিবার সকালে গাড়ি বারান্দার একটি ফলস সিলিং খসে পড়ে।
কলকাতা : গত ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনে হুলস্থূল পড়ে যায়। রাতের দিকে ব্যস্ত বর্ধমান স্টেশনের ঝুল বারান্দার একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ১ জনের। সেই জায়গা পরে মেরামতি হয়। রবিবার সেখানেই ফের ঘটল দুর্ঘটনা। এই গাড়ি বারান্দায় তৈরি একটি ফলস সিলিংয়ের অংশ এদিন ভেঙে পড়ে। তার তলায় তখন চলছিল পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার কাজ।
স্থানীয়দের দাবি ওই ফলস সিলিং ভেঙে পড়ায় আহত হন এক পরিযায়ী শ্রমিক। যদিও রেলের তরফে এমন কোনও ঘটনা নিশ্চিত করা হয়নি। ঘটনার জেরে ফের বর্ধমান স্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ। সাধারণত যেমন ভিড় থাকে তা না থাকলেও মানুষজন তখন উপস্থিত ছিলেন।
ঘটনার পর দ্রুত ভেঙে পড়া অংশ সাফাই শুরু হয়। এদিকে এই ঘটনার জন্য রেলের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। এদিন ঘটনার পর ভেঙে পড়া অংশ পরিদর্শন করেন রেলের আধিকারিকরা। কেন ওই অংশ ভেঙে পড়ল তা খতিয়ে দেখেন তাঁরা। সিলিংটির অন্য কোনও অংশ ভেঙে পড়ার মত অবস্থায় আছে কিনা তাও খতিয়ে দেখা হয়।