ফের রেল দুর্ঘটনা, থমকে গেল অনেক ট্রেন
ফের রেল দুর্ঘটনার ঘটনা ঘটল। দিল্লি-হাওড়া রুটে দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে।
ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ) : আবশ্যিক পণ্যবাহী ট্রেন চলাচল লকডাউনেও বন্ধ হয়নি। তবে বন্ধ ছিল যাত্রী পরিবহণ। ক্রমে সেই যাত্রী পরিবহণও খুলে দিয়েছে ভারতীয় রেল। এখন অনেক রুটেই মেল, এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে যাতায়াত করছে। এরমধ্যেই শনিবার সকালে রেল দুর্ঘটনার ঘটনা ঘটল। উত্তরপ্রদেশের শিকোহাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। যার জেরে বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে থমকে যায়।
ফিরোজাবাদ থেকে শিকোহাবাদে আসছিল একটি মালগাড়ি। দুর্ঘটনাটি ঘটে শিকোহাবাদ স্টেশনের কাছে। পণ্যবাহী ওই ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। দ্রুত সেখানে হাজির হন রেলের কর্তারা। শুরু হয় লাইন পরিস্কারের কাজ। তবে এই দুর্ঘটনায় বগির ক্ষতি হলেও কোনও হতাহতের খবর নেই। ৩টি বগি সরিয়ে ফের লাইন পরিস্কার করে ট্রেন চলাচল সচল করতে কয়েক ঘণ্টা লেগে যায়।
দুর্ঘটনার জেরে যোধপুর-হাওড়া এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস, বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস সহ বেশকিছু ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন স্টেশনে থমকে দাঁড়িয়ে পড়ে। চরম হয়রানির শিকার হন যাত্রীরা। কয়েক ঘণ্টা পর লাইন পরিস্কার হলে ফের শুরু হয় ওই লাইনে ট্রেন চলাচল। কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন রেলের কর্তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা