জ্বালানি ভর্তি ট্রেনের ৪টি বগিতে আগুন
ট্রেনের বগিগুলি নিয়ে যাচ্ছিল জ্বালানি। তেমনই ৪টি বগিতে আগুন রীতিমত আতঙ্ক ছড়াল।
বিজয়ওয়াড়া : জ্বালানি নিয়ে ছুটে যাচ্ছিল একটি মালগাড়ি। পেট্রোলিয়াম ভর্তি প্রতিটি বগি। যেমন জ্বালানি কন্টেনার থাকে প্রতি বগিতে, তেমনই ছিল। সুররেদ্দিপালম স্টেশন পার করার পরই ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়। লাইন থেকে বেরিয়ে যেতেই ৪টি বগিতে আগুন ধরে যায়। জ্বালানি ভর্তি কন্টেনার জ্বলছে। এটা রেল কর্তৃপক্ষের জন্য এক ভয়ংকর অশনি সংকেত ছিল।
বিজয়ওয়াড়া ডিভিশনের রেল কর্তারা দ্রুত ওই লাইনের ওভারহেড বিদ্যুতের তারের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। আলাদা করে দেওয়া হয় তেলবাহী গাড়ির বাকি বগিগুলিকে। দ্রুত সেগুলিকে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাতে আগুন কোনওভাবে বাকি বগি গ্রাস না করতে পারে। কারণ সেগুলিও জ্বালানিতে ভর্তি ছিল।
বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। তারপরই দমকল পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা শুরু হয়। কেন বগিগুলি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন রেল কর্তারা। এদিকে এই ঘটনায় ওই লাইনে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ও দানাপুর-বেঙ্গালুরু সিটি এক্সপ্রেস অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা