রেল ব্রিজে লাইনের কাছে জল, বন্ধ রেল চলাচল
বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বিভিন্ন জায়গায়। এমনকি রেল ব্রিজের ওপর পাতা লাইনের কাছেও পৌঁছে গেল জলস্তর।
পাটনা : ট্রেনে সফর করলে অনেক সময় নদী পার করে ট্রেন। ব্রিজের ওপর দিয়ে। নিচে বয়ে যায় অথৈ জল। তবে তা থাকে অনেকটাই নিচে। ওই অতটা নিচে থাকা জল বাড়তে বাড়তে পৌঁছে গেল একদম রেল লাইনের কাছে। এমন পরিস্থিতিতে আর ব্রিজের ওপর দিয়ে রেল চালানোর ঝুঁকি নিতে পারেনি রেল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিহারের সমস্তিপুর ও দ্বারভাঙার মধ্যে যোগাযোগকারী রেল পরিষেবা।
হায়াঘাট ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া জল এখন এতটাই ওপরে উঠে এসেছে যে তা এবার রেল লাইন ছুঁইছুঁই করছে। ব্রিজের লাইনের কাছে পৌঁছে যাওয়া জল থেকেই পরিস্কার জলস্তর কোথায় পৌঁছেছে! বিহারের উত্তরাংশ ও নেপালের তরাই অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। বর্ষার বৃষ্টিতে ক্রমশ জল বেড়েই চলেছে। যা বন্যা পরিস্থিতিকে ক্রমশ ভয়াবহ করে তুলছে।
বিহারের ১০টি জেলা বন্যা কবলিত। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন। অনেক গ্রাম জলের তলায় চলে গেছে। অসমের পর সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতি বিহারেই। গণ্ডক, বাগমতী, কোশী, বুঢ়ী গণ্ডক সহ বিহারের প্রায় সব নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। বহু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে বাড়তে থাকা জলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা