ফের প্রশ্নের মুখে ট্রেনের মহিলা কামরার সুরক্ষা। গত রবিবার রাত ১০টা নাগাদ ডায়মন্ডহারবার লোকালের মহিলা কামরায় এক ব্যক্তি উঠে বছর ২৩-এর এক তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। অ্যাসিড ছিটিয়ে লাগে তরুণীর পাশে বসা মহিলার দেহেও। ঘটনাটি ঘটে ট্রেন বারুইপুর স্টেশন পার করার পরেই। আততায়ী অ্যাসিড ছুঁড়ে নিশ্চিন্তে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে চম্পট দেয়। এদিকে আহত তরুণী ও তাঁর সহযাত্রীকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই তরুণীকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত তরুণীর বাড়ির অভিযোগ কল্যাণপুরে তাঁদের জমির ওপর এক প্রোমোটার জোর করে মাটি ফেলে। প্রতিবাদ করলে ভয় দেখানো শুরু হয়। পরিবারের অভিযোগ পুলিশকে তাঁরা পুরো বিষয়টি জানানও। কিন্তু তার পরেও ওই প্রোমোটার ভয় দেখানো বন্ধ করেনি। আক্রান্তের বাবার অভিযোগ ওই প্রোমোটার নাকি আগেই হুমকি দিয়েছিল ওই তরুণীর ক্ষতি করা হবে। তারপর এই ঘটনা। প্রশ্ন উঠছে তাহলে কী এবার থেকে যে কেউ আগাম বলেই মানুষের ক্ষতি করে দেবে বা প্রাণে মেরে দেবে! এই চরম সাহস দেখানো প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে!