সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাল রেলমন্ত্রক, নেতাজির নামে ট্রেন
সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করল রেলমন্ত্রক। এবার তারা বদলে দিল একটি ট্রেনের পুরনো নাম। নাম বদলে রাখা হল নেতাজির নামে।
নয়াদিল্লি : কেন্দ্রের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবার সাড়ম্বরে পালিত হবে তা আগেই ঘোষণা হয়েছিল। তার প্রথম ধাপ গত মঙ্গলবারই দেখেছেন ভারতবাসী। নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সংস্কৃতিমন্ত্রক। এবার নেতাজিকে সম্মান জানিয়ে বদলে ফেলা হল একটি ট্রেনের নাম।
হাওড়া থেকে কালকাগামী ট্রেনটি দীর্ঘকাল হাওড়া-কালকা মেল নামে পরিচিত। দিল্লি যাতায়াতের জন্য এই ট্রেনটিকে অনেকেই ভরসা করেছেন। এখনও বহু মানুষ ওই ট্রেনে যাতায়াত করেন।
দিল্লিমুখী সেই ট্রেনের এবার নাম বদলের কথা এদিন ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া-কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এদিন একথা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী।
ফলে দীর্ঘদিনের হাওড়া-কালকা মেল আর থাকছে না। তবে রুটটি থাকছে। তার নতুন নাম হচ্ছে। ট্রেনের গায়ে এবার থেকে লেখা থাকবে নেতাজি এক্সপ্রেস। যা অবশ্যই রাজ্যবাসীর জন্য আনন্দের খবর।
রেলমন্ত্রী জানান, নেতাজির পরাক্রম ভারতের স্বাধীনতা আন্দোলনকে তরান্বিত করেছিল। তরান্বিত করেছিল উন্নয়নকে। তাই তিনি নেতাজির নামে নেতাজি এক্সপ্রেস করে উচ্ছ্বসিত।
হাওড়া-কালকা মেলের নাম বদলে তা নেতাজি এক্সপ্রেস করার প্রয়োজনীয় নির্দেশ গত ১৯ জানুয়ারিই প্রকাশ করেছে রেল মন্ত্রক।
নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী এবার ধুমধাম করে পালিত হবে বলে আগেই ঘোষণা করেছে কেন্দ্র। ২৩ জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসতে চলেছেন। নেতাজি জন্মদিবস পালনকে সামনে রেখেই আসতে চলেছেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি নেতাজি জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে পালনে সহমত নন। তিনি ওই দিনটিকে দেশনায়ক দিবস হিসাবে পালন করতে চলেছেন।
২০১৯ সালের ভোটের আগে ২০১৮ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামানের বিখ্যাত রস আইল্যান্ডের নাম বদলে তা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করেন। ফের ২০২১ সালের ভোটের মুখে নেতাজিকে সম্মানে ভরিয়ে দিচ্ছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা