রেলস্টেশন থেকে ই-বাইক ভাড়া চালু করল রেল, তবু রইল অভিযোগ
স্টেশন থেকে মিলবে ই-বাইক। যা এক ঘণ্টা থেকে ১ দিনের জন্য ভাড়া নিতে পারা যাবে। এমন এক অভিনব আয়োজনে খুশি মানুষজন। কেবল তাঁদের একটাই অভিযোগ।
রেলস্টেশন থেকে অটো, রিকশা, বাস সবই পান আরোহীরা। এবার থেকে তাঁদের এগুলির আর দরকার নাও হতে পারে। সে জায়গায় তাঁরা পেয়ে যাবেন ই-বাইক ভাড়া।
এটা নিজেই চালিয়ে চলে যাওয়া যাবে। তবে তার জন্য ১ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এর পর ১ ঘণ্টা থেকে ১ দিন, সব শর্তেই ভাড়া পাওয়া যাবে ই-বাইকগুলি। যাতে চার্জও করাই থাকবে।
কেবল রেলস্টেশনে আসা মানুষজনই নন, যেকোনও মানুষ এই সুযোগ পাবেন। এমন এক অভিনব উদ্যোগ শুরু করল দক্ষিণ রেল।
দক্ষিণ রেল তিরুচি রেলস্টেশনে এই সুবিধা প্রথম চালু করল। দক্ষিণ রেলে এমন উদ্যোগ এই প্রথম আর তা আত্মপ্রকাশেই মানুষের মন জয় করেছে। বহু মানুষ প্রতিদিন এই ই-বাইক ভাড়া নেওয়ার জন্য কি করতে হবে তা জানতে চেয়ে ফোন করছেন।
আপাতত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ঘণ্টায় ৫০ টাকা ভাড়ায় চালু হয়েছে এই পরিষেবা। তবে গ্রাহকরা খুশি হলেও তাঁদের একটা অভিযোগ থেকে যাচ্ছে।
তাঁদের অভিযোগ, এই ১ হাজার টাকা গচ্ছিত রাখাটা তাঁদের জন্য একটু চাপের হচ্ছে। বিশেষত এই বক্তব্য ছাত্রদের। তাঁদের দাবি এই সুবিধা তাঁদের জন্য দারুণ কার্যকরী। কিন্তু ১ হাজার টাকা গচ্ছিত হিসাবে রাখার ক্ষমতা অনেকেরই নেই। ফলে তাঁরা পিছিয়ে যাবেন।
সকলের আরও যুক্তি ই-বাইকে জিপিএস লাগানো রয়েছে। ফলে তা নিয়ে পালানো যাবেনা। সেটি কোথায় রয়েছে তা পরিষেবা প্রদানকারী সংস্থা জানতেই পারবে।
তাছাড়া গ্রাহকদের আধার কার্ডও জমা রাখা হচ্ছে। তারপরেও ১ হাজার টাকা গচ্ছিতটা বাড়াবাড়ি বলেই মনে করছে যুবসমাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা