বাড়তে চলেছে ট্রেনে ভ্রমণের খরচ, টিকিটে যুক্ত হচ্ছে বাড়তি ফি
ট্রেনের টিকিটের দাম করোনা কালে অনেকটাই বেশি ছিল। তা হালেই পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ। এবার অন্য ফি যুক্ত করে ঘুরিয়ে ভাড়াই বাড়াচ্ছে রেল।
করোনার সময় স্পেশাল ট্রেনে ভ্রমণ করতে হয়েছে যাত্রীদের। ভাড়াও গুনতে হয়েছে অনেক বেশি। তবে কিছুদিন হল সেই অতিরিক্ত বোঝা লাঘব করে পুরনো ভাড়াতেই ফিরেছে ট্রেনের টিকিটের দাম। তাতে স্বস্তি পেয়েছিলেন ট্রেন যাত্রীরা। কিন্তু এবার ঘুরপথে ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে রেল কর্তৃপক্ষ।
একটি ফি যোগ হচ্ছে রেলের টিকিটের সঙ্গে। টিকিট কাটার সময়ই ওই ফি যোগ হয়ে যাবে। তারপর ফি যুক্ত ভাড়া প্রদান করতে হবে যাত্রীদের।
এক্ষেত্রে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ফি যুক্ত হবে। শ্রেণি ভিত্তিক এই ফি আলাদা হবে। তবে প্রদান করতে হবে সব যাত্রীকেই। ফলে সহজ করে বললে ট্রেনের ভাড়া বাড়ছে।
রেলস্টেশনগুলির উন্নয়নের জন্য এই ফি আদায় করা হবে বলেই জানানো হয়েছে। মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত কামরায় ভ্রমণ করা যাত্রীদের গুনতে হবে ১০ টাকা ফি, নন এসি সংরক্ষিত কামরায় যাত্রার জন্য গুনতে হবে টিকিটে অতিরিক্ত ২৫ টাকা এবং সংরক্ষিত এসি কামরার ক্ষেত্রে যাত্রীকে ৫০ টাকা টিকিটের দামের সঙ্গে ফি গুনতে হবে।
তবে লোকাল ট্রেনে দৈনিক টিকিট বা মান্থলি টিকিট কেটে যাঁরা যাতায়াত করেন তাঁদের ক্ষেত্রে এই ফি যুক্ত হচ্ছে না বলেই জানা যাচ্ছে। এই ফি কিন্তু প্ল্যাটফর্ম টিকিটে যুক্ত হচ্ছে। প্ল্যাটফর্ম টিকিটের দামের সঙ্গে ১০ টাকা করে এই স্টেশন ডেভেলপমেন্ট ফি যোগ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা