ট্রেনে যে খাবার যাত্রীদের পরিবেশন করা হয় তা খাওয়ার অযোগ্য। স্টেশন হোক বা ট্রেনের ক্যান্টিন, যেভাবে খাবার রাখা হয় তা চরম অস্বাস্থ্যকর। খাবারে মাছি বসে। পরিচ্ছন্নতা বলে কিচ্ছুর বালাই নেই। অথচ সেসব খাবারই দিনের পর দিন ভারতীয় রেলে সফররত যাত্রীদের পরিবেশন করা হচ্ছে। সংসদে শুক্রবার এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল বা ক্যাগ।
৭৪টি ট্রেন ও ৮০টি স্টেশনে পরিদর্শন চালিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টের পর কী তবে ভারতীয় রেল মন্ত্রক কড়া পদক্ষেপ করবে? এটাই এখন বড় প্রশ্ন হাজার হাজার যাত্রীর কাছে।