মাঝরাতে প্রবল বৃষ্টির মধ্যে দুর্গম পাহাড়ি ঢালে ট্রেন বাঁচালেন বাস্তবের নায়ক
সাহসের পরিচয় দিয়ে তিনি একটি যাত্রীবোঝাই ট্রেনকে বাঁচিয়ে দিলেন। তাও সমতলে নয়। মাঝরাতে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড়ের দুর্গম ঢালে।
তখন রাত ১টা। চারিদিকে শুধু প্রবল বৃষ্টির শব্দ। ঘুটঘুটে অন্ধকারে ভেসে যাচ্ছে চারধার। পাহাড়ের ঢালের গা কেটে সেখানে তৈরি রেললাইনও ভিজছে। সামনেই একটি সুড়ঙ্গে প্রবেশ করবে ট্রেন। তার আগে ঢাল ধরে জঙ্গলের মাঝখান দিয়ে সরু রেখার মত রেললাইন।
অতি দুর্গম এলাকা বললেও কম বলা হয়। সেখানে সেই অবস্থায় টহলে ছিলেন রেলের এক পেট্রোলম্যান। এমন দুর্যোগের রাতে পাহাড়ে এভাবে টহল দেওয়াটাও অবশ্যই দুঃসাহসের পরিচয় দেওয়া।
ওই ব্যক্তি দেখতে পান সুড়ঙ্গে ঢোকার আগেই রেললাইনের ওপর গায়ের পাহাড়ের ঢাল থেকে একটা বিশাল পাথর ভেঙে নেমে আসে। প্রায় ২ মিটারের ওই প্রস্তরখণ্ড যে কত বড় দুর্ঘটনার কারণ হতে পারে তা বুঝতে তাঁর সময় লাগেনি। এদিকে পাথর যখন লাইনের ওপর এসে পড়ে তখন দূরে একটি ট্রেন আসতে দেখেন ওই ব্যক্তি।
ট্রেনটি ওই লাইন দিয়েই যাবে। অর্থাৎ পাথরটির সঙ্গে সংঘর্ষ তখন সময়ের অপেক্ষা। ওই ব্যক্তি হাতের লাল আলোটা জ্বালিয়ে বৃষ্টির মধ্যেই পাহাড়ি পথে ছুটতে শুরু করেন।
ট্রেনের চালককে বোঝানোর চেষ্টা করেন সামনে বিপদ। মধ্যরাতে দুর্যোগের মধ্যে পাহাড়ে ওই লাল আলো চালকের দৃষ্টি আকর্ষণ করে। তিনিও আন্দাজ করতে পারেন সামনে বিপদ। তাই দ্রুত ট্রেন দাঁড় করিয়ে দেন।
এক পেট্রোলম্যানের সাহসিকতায় যাত্রীবোঝাই ট্রেন পাহাড়ের ঢালে এক ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লোনাভালার কাছে। পশ্চিমঘাট পর্বতমালার পাহাড় সারির ঢাল দিয়ে ট্রেন চলে এখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা