বুধবার রাত আড়াইটে। বিহারের লখিসরাই জেলার ভালুই স্টেশনের কাছে এসে পৌঁছেছে দানাপুর দুর্গ এক্সপ্রেস। আচমকাই সেখানে মাওবাদী হানা। অভিযোগ, গোটা ট্রেনটাই হাইজ্যাক করে নেয় মাওবাদীরা। জ্বালিয়ে দেয় স্থানীয় একটি মোবাইল টাওয়ারও। তারপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় পুলিশ-মাওবাদী গুলির লড়াই।
মধ্যরাতে স্থানীয় জিতেন্দ্র হল্ট স্টেশনের গেটম্যানকে অপহরণ করে সেখানকার সব সিগনাল লাল করে দেয় মাওবাদীরা। ফলে আটকে পড়ে একের পর এক দূরপাল্লার ট্রেন। প্রায় ১২টি দূরপাল্লার ট্রেন ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন জায়গায় একটানা দাঁড়িয়ে থাকে। সকালের পর ধীরে ধীরে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করলেও বেলা পর্যন্ত সবলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলতে পারেনি রেল কর্তৃপক্ষ।