ধরতে পেরে চোরকে ট্রেনের জানালায় ঝুলিয়ে পরের স্টেশনে নিয়ে গেলেন যাত্রীরা
ট্রেনের জানালার ফাঁক দিয়ে চুরি করতে সে সিদ্ধহস্ত। কিন্তু এদিন এক যাত্রীর সজাগ নজরে ছিল সে। আর তাতে যে শাস্তি তাকে ভোগ করতে হল তা সে কখনও ভুলবে না।
স্টেশন থেকে ট্রেন তখন ছাড়ার উপক্রম করছে। সময় হয়ে গেছে। ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোনটা তুলে নিতে যায় প্ল্যাটফর্মে থাকা এক চোর।
জানালা দিয়ে হাত ঢুকিয়ে সে মোবাইল পর্যন্ত পৌঁছেও যায়। কিন্তু তার আগেই এক যাত্রী তার ভাবগতিক ঠিক না লাগায় নজরে রেখেছিলেন তাকে। হাত জানালা দিয়ে ঢোকাতেই তিনি খপ করে চোরের একটা হাত ধরে ফেলেন। আর ঠিক তখনই ট্রেন দেয় ছেড়ে।
চোর এবার বেগতিক বুঝে কাকুতিমিনতি শুরু করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যাত্রীরা তাকে ছাড়বেন না। ট্রেন এদিকে গতি বাড়াতে থাকে। চোরও প্ল্যাটফর্ম দিয়ে এক হাত জানালার ভিতরে পাকড়াও থাকা অবস্থায় ছুটতে থাকে, আর ছেড়ে দেওয়ার আর্জি জানাতে থাকে।
প্ল্যাটফর্ম যখন প্রায় শেষ হয় হয় তখন চোর তার আরও একটা হাত জানালা দিয়ে ভিতরে ঢুকিয়ে ওই হাতটাও চেপে ধরার অনুরোধ করে। যাত্রীরা তার ওই হাতটাও চেপে ধরে নেন ঠিকই, তবে তাকে যেতে দেননি।
ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে গতিতে ছুটতে থাকে। আর তার ২ হাত জানালার ভিতরে চেপে ধরে থাকা অবস্থায় ঝুলতে থাকে চোর। এভাবেই ১০ মিনিট ট্রেন চলার পর পরের স্টেশনে পৌঁছে তার হাত ছেড়ে দেন যাত্রীরা।
হাত ছাড়া পেতেই চোর দে ছুট। ততক্ষণে তার যা শাস্তি হওয়ার হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বিহারের সাহেবপুর কামাল স্টেশনে।