১০ দিনের মধ্যে সরাতে হবে তাঁর মন্দির, খোদ হনুমানজিকে নোটিস ধরাল রেল
খোদ ভগবান হনুমানকে নোটিস ধরাল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের তরফে করা নোটিসে হনুমানজিকে তাঁর মন্দির ১০ দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।
গোটা তল্লাটের মানুষ কার্যত হতবাক হয়ে গেছেন ভারতীয় রেলের একটি নোটিস দেখে। প্রবল ক্ষোভও জমেছে তাঁদের মধ্যে। ভারতীয় রেল নোটিস ধরিয়েছে স্বয়ং হনুমানজিকে।
ভারতের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে আছে হনুমান মন্দির। সেখানে বহু ভক্ত প্রতিদিন পুজো দেন। তেমনই একটি হনুমান মন্দিরের দেওয়ালে নোটিস সেঁটে দিয়ে যায় ভারতীয় রেল কর্তৃপক্ষ।
সেখানে স্পষ্ট দেখা গেছে ভারতীয় রেলের তরফে হনুমানজিকে উদ্দেশ্য করে নোটিস করা হয়েছে। নোটিসে লেখা হয়েছে যে হনুমানজি বেআইনিভাবে ভারতীয় রেলের জমি দখল করে রেখেছেন।
১০ দিনের মধ্যে মন্দির সরিয়ে নিয়ে না গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে রেল। নোটিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখার কথাও শেষ লাইনে লেখা হয়েছে।
ঝাড়খণ্ডের ধানবাদ শহরের খাতিক বস্তির কয়েকশো বাসিন্দাকেই নোটিস পাঠিয়েছে রেল। এই বস্তি সংলগ্ন হনুমানজির মন্দিরেও নোটিস পড়েছে। মন্দিরটিকেও রেলের জমি জবরদখল হিসাবে দেখিয়েছে রেল কর্তৃপক্ষ।
বস্তিবাসীকেও দ্রুত রেলের জমি ফাঁকা করে দিতে বলা হয়েছে। বস্তির বাসিন্দারা দাবি করেছেন তাঁরা ১৯২১ সাল থেকে ওই জমিতেই থাকছেন। সেখানেই তাঁরা মাছ বেচেন, আনাজ বেচেন। এভাবে তাঁদের সংসার চলে।
এভাবে ছেড়ে যেতে বললে তাঁদের রুটিরুজির কি হবে! কোথায় যাবেন তাঁরা? সেইসঙ্গে তাঁরা একত্র হয়ে হনুমানজির মন্দিরে এভাবে নোটিস সেঁটে দেওয়ারও প্রবল বিরোধিতা করেছেন। মন্দিরের সামনে প্রতিবাদে মুখর হন এলাকাবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা