বিনামূল্যে অপারেশন থেকে যাবতীয় চিকিৎসা দিতে দেশময় ঘোরে লাইফলাইন এক্সপ্রেস
এ ট্রেনে যাত্রীরা যাতায়াত করেন না। তবে সব ধরনের রোগের চিকিৎসা হয়। অপারেশন হয়। চিকিৎসা দরজায় পৌঁছে দিতে দেশময় ঘুরে বেড়ায় এই ট্রেন।
ট্রেনের মধ্যে কি নেই! অত্যাধুনিক ২টি অপারেশন থিয়েটার রয়েছে, ৫টি অপারেশন টেবিল রয়েছে, ক্যানসার রোগীর পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ট্রেনে চড়লে মনে হবে একটি অত্যাধুনিক হাসপাতালে উপস্থিত হয়েছেন কেউ। যেখানে চিকিৎসা সরঞ্জাম থেকে যাবতীয় সুযোগ সুবিধা সবই অত্যাধুনিক।
এ ট্রেন এই সুবিধা নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন কোণায়। ট্রেনটির লক্ষ্য প্রত্যন্ত এলাকার মানুষকে অত্যাধুনিক চিকিৎসা প্রদান করা। তাঁদের শারীরিক সমস্যা দূর করে তাঁদের সুস্থ করে তোলা। তাও আবার বিনা পয়সায়।
লাইফলাইন এক্সপ্রেস নামে ট্রেনটি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে উপস্থিত হতে পারলে সর্বাধুনিক চিকিৎসা পেতে পারেন কোনও রোগী। তাও আবার বিনা পয়সায়।
চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত বদলে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে চিকিৎসায়। তার সঙ্গে তাল মিলিয়ে ট্রেনটিকেও প্রতিনিয়ত উন্নত করতে থাকে রেল।
বিশ্বে এমন উদ্যোগ কিন্তু এই প্রথম নেওয়া হল। যেখানে ট্রেন ছুটে বেড়াবে দেশের কোণায় কোণায় চিকিৎসার সুবিধা নিয়ে। যেখানে হাজির হবে সেখানকার মানুষকে স্টেশন পর্যন্ত আসতে হবে চিকিৎসা পেতে।
ভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে এমন চলমান হাসপাতাল রয়েছে ট্রেনের মধ্যে। যার ভিতরে প্রবেশ করলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে প্রবেশ করেছেন রোগী। ট্রেনে চিকিৎসক থেকে নার্স সর্বদাই থাকেন রোগীদের সাহায্য করতে।