সুড়ঙ্গ খুঁড়ে আস্ত একটা ট্রেনের ইঞ্জিন চুরি করে নিল চোরেরা
ইঞ্জিনের টুকরো নয়, গোটা একটা ইঞ্জিনই চুরি করে নিল চোরেরা। সুড়ঙ্গ খুঁড়ে চুরি করা ইঞ্জিন নিয়ে পালাল তারা। টেরও পেলেন না রেল ইয়ার্ডের কর্মী থেকে পুলিশকর্মীরা।
কোনও ছোটখাটো জিনিস নয়, একটা আস্ত রেল ইঞ্জিন। সেটাই রেলওয়ে ইয়ার্ড থেকে ভ্যানিস করে দিল চোরেরা। আর তা টেরও পেলেন না রেলকর্মী থেকে রেল পুলিশের কর্মীরা!
ইঞ্জিন চুরি করে পালানোর জন্য একটা সুড়ঙ্গ খোঁড়ে চোরেরা। আর সেই সুড়ঙ্গ দিয়েই ইঞ্জিনটির টুকরো টুকরো অংশ দিনের পর দিন নিয়ে পালাতে থাকে তারা।
ইঞ্জিনটি কিছুদিন আগে আনা হয়েছিল ইয়ার্ডে মেরামতির জন্য। ইঞ্জিনটিকে যেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেখানে সুড়ঙ্গ পথে গোপনে এসে সকলের অলক্ষ্যে ইঞ্জিনটির যন্ত্রাংশ ও পাত কেটে নিয়ে যেতে থাকে চোরেরা। তারপর একটা সময় দেখা যায় ইঞ্জিনটিই ভ্যানিস করে দিয়েছে তারা।
তদন্ত শুরু হলে ওই সুড়ঙ্গের খোঁজ মেলে। পরে ওই টুকরো টুকরো করে ফেলা ইঞ্জিন বড় বড় চটের ব্যাগে ভর্তি অবস্থায় পাওয়া যায়। ঘটনায় ৩ জনকে গ্রেফতারও করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার বারাউনির গারাড়া ইয়ার্ডে। পরে সেই ইঞ্জিনের অংশ পাওয়া যায় মুজফ্ফরপুরের একটি গোডাউন থেকে।
এদিকে এই ইঞ্জিনের অংশ পাওয়ার পাশাপাশি ওই গোডাউন থেকে আরও বেশ কিছু যন্ত্রাংশও উদ্ধার করেছে পুলিশ। গোডাউনের মালিকের খোঁজ চলছে।
পুরো ঘটনায় আর কারা কারা যুক্ত তারও খোঁজ চলছে। যে চোরেরা এই ইঞ্জিন চুরির ঘটনা ঘটিয়েছে তারা এই বিষয়ে রীতিমত অভিজ্ঞ বলে জানতে পেরেছে পুলিশ।