কেন হলুদের ওপর কালো দিয়ে স্টেশনের নাম লেখা হয়
দেশের যে প্রান্তেই যাওয়া যাক না কেন, একটা বিষয় নিশ্চিত যে রেলস্টেশনের নামটা হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকবে। কিন্তু কেন এই ব্যবস্থা।
রেলস্টেশনের নাম কি? স্থানীয় মানুষজন সেটা জানেন। কিন্তু অনেক দূরের যাত্রী জানার চেষ্টা করেন। তা জানার একটাই সহজ উপায়। স্টেশনে লেখা বোর্ডে নামটা দেখে নেওয়া।
ভারতে রেলস্টেশনে গোল ধাতব পাতের ওপর স্টেশনের নাম লেখা থাকে বটে, তবে তা ছোট হওয়ায় অনেক সময় পড়ার অসুবিধা হয়। বিশেষত ট্রেনে বসে পড়াই প্রায় যায়না।
কিন্তু স্টেশনে ঢুকতে বা বার হতে যে বড় সিমেন্টের ২টি স্তম্ভের ওপর বড় করে স্টেশনের নাম লেখা থাকে তা সহজে পড়া সম্ভব হয়। যা লেখা থাকে হলুদের ওপর কালো অক্ষর দিয়ে।
কিন্তু কেন দেশের যে প্রান্তেই যাওয়া হোক না কেন, স্টেশনের নাম হলুদের ওপর কালো দিয়েই লেখা থাকে? কেন অন্য রংও ব্যবহার হয়না? এ প্রশ্ন অনেকের।
যাত্রীরা তো সেখানে স্টেশনের নাম পড়তে পারেন। তবে তা অন্য রংয়ে লেখা থাকলেও যাত্রীদের হয়তো অসুবিধা হত না। তাহলে কেন হলুদ, কালো?
হলুদের ওপর কালো দিয়ে স্টেশনের নাম লেখার মূল কারণ যে কোনও ট্রেনের চালক। ট্রেনের চালকের সুবিধার কথা মাথায় রেখেই এই হলুদ, কালো।
হলুদ রং এমন একটি রং যা বহু দূর থেকেও নজরে পড়ে। স্টেশনে ঢোকারও অনেক আগে ট্রেনের চালক ওই হলুদ রং দূর থেকে দেখতে পান। তাতে তাঁর স্টেশনে প্রবেশের অনেক আগে থেকেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়।
চালক স্টেশনে ঢোকার অনেক আগেই স্থির করতে পারেন গতি কত রাখবেন! আর ঠিক এই কারণেই স্টেশনের নাম হলুদ ও কালো দিয়ে লেখা হয়।