হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেনটি ছেড়েছিল ১৫ অগাস্ট, কোথায় গিয়েছিল জানেন
হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেনটি কোথায় যাত্রা করেছিল জানেন কি? ট্রেনটি কিন্তু ১৫ অগাস্ট যাত্রা করে। ভারতীয় রেলেরও এ এক অম্লান ইতিহাস।
১৮৫৩ সালে ভারতীয় রেলের প্রথম ট্রেনটি যাত্রা করেছিল আরব পারে। তার এক বছর পর ১৮৫৪ সালে হাওড়া স্টেশন থেকে ছাড়ে একটি ট্রেন। যাত্রীবাহী সেই ট্রেনটিই হাওড়া স্টেশনের ইতিহাসে প্রথম ট্রেন, যা ১৫ অগাস্ট যাত্রা শুরু করে।
অবশ্য তখন আলাদা করে ১৫ অগাস্ট এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেনি। তখন সেটা ছিল আর পাঁচটা ব্যস্ত দিনের মতই।
১৮৫৪ সালের ১৫ অগাস্ট হাওড়া থেকে ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশে। মাঝে পড়ে ৩টি স্টেশন। বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। মোট ২৪ মাইলের এই যাত্রাপথে ৩টি মাত্র স্টেশনেই দাঁড়ায় ট্রেনটি।
সেটা হাওড়া স্টেশনের ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করে। আজ যে ব্যস্ত হাওড়া স্টেশন নজর কাড়ে, ভারতের সেই অন্যতম রেলস্টেশনের প্রথম ট্রেন হাওড়া থেকে হুগলির মধ্যে চালু হয়েছিল।
প্রসঙ্গত ওইদিন থেকে সকালে ও সন্ধ্যায় এই ট্রেন যাত্রা করে যাত্রী নিয়ে। চালু হয় হাওড়া স্টেশন। তারপর সময়ের সঙ্গে বিভিন্ন রুটে ট্রেন বাড়তে থাকে।
হাওড়ায় ট্রেন চালু হওয়া ভারতের পূর্ব প্রান্তেও ইতিহাস লেখে। পূর্ব ভারত থেকে চালু হয় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। ক্রমে সেই হাওড়া স্টেশনে বাড়তে থাকে প্ল্যাটফর্ম। যা এখন ২৩টিতে গিয়ে ঠেকেছে। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, ২টি ডিভিশন এখন ছুটে চলে এই পথে।