National

মধ্যরাতে লাইনচ্যুত কৈফিয়ত এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে রেল সুরক্ষা

ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা। এবার কৈফিয়ত এক্সপ্রেস। আজমগড় থেকে দিল্লিগামী ট্রেনটি গত মঙ্গলবার মধ্যরাতে লাইনচ্যুত হয়। রাত ২টো ৪০ মিনিট নাগাদ অওরৈয়ার কাছে ট্রেনটি লাইনের ওপর পড়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে বলে রেল সূত্রের খবর। দুর্ঘটনার কারণে ডাম্পারটি কোনওভাবে রেললাইনের ওপর উল্টে পড়েছিল। কিন্তু তা রেলের নজর এড়ায়। ফলে নিয়ম মেনে কৈফিয়ত এক্সপ্রেস ওই লাইনেই এসে পড়ে। ধাক্কা মারে ডাম্পারে। ফলে ট্রেনের একটি কামরা উল্টে যায়। বাকি ৮টি কামরা লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এনডিআরএফ কর্মীরা। পৌঁছন রেলের আধিকারিকরা। ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু না হলেও ৭৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এই ঘটনার জেরে বুধবার ওই ব্যস্ত রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। প্রায় ৪০টি ট্রেনের রুট বদল করেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল মন্ত্রক।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button