National

ওড়িশায় বন্‌ধ, অনেক লেটে চলছে ট্রেন

ছত্তিসগড়ে মহানদীর ওপর বাঁধ দিলে চরম ক্ষতির শিকার হবে ওড়িশা। ফলে প্রকল্প বন্ধ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার ওড়িশায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেয় কংগ্রেস। এদিন সকাল থেকেই বন্‌ধের প্রভাব পড়ে রাজ্যে। বন্‌ধের জেরে সকালে কংগ্রেস সমর্থকেরা ওড়িশার বিভিন্ন জায়গায় ঘণ্টা চারেক ট্রেন অবরোধ করেন। থমকে যায় বহু দূরপাল্লার ট্রেন। দক্ষিণ ভারত থেকে কলকাতামুখী এবং কলকাতা থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন যাত্রীরা। যদিও বেলা ১২টার পর ফের ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু ততক্ষণে সব ট্রেনই নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে। ওড়িশার স্বাভাবিক জনজীবনেও বন্‌ধের প্রভাব পড়েছে। অনেক জায়গায় দোকানপাট বন্ধ। যান চলাচলও কম। অনেকেই ঝামেলা এড়াতে বাড়িতে থেকে গেছেন। অনেক জায়গায় বন্‌ধের সমর্থনে মিছিল করেন কংগ্রেস সমর্থকেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button