ট্রেনের দরজা লাগোয়া জানালায় অনেক বেশি রড দেওয়ার পিছনে রয়েছে কোন কারণ
ট্রেনের দরজার গায়েই যে জানালা থাকে তাতে অনেক বেশি রড দিয়ে ঘিঞ্জি করা থাকে। যা বাকি জানালায় থাকে না। কি কারণে এমনটা করা হয় জানেন?
ট্রেনে সফর করার সময় অনেক কিছু নজরে পড়ে, আবার অনেকে দেখেও বিষয়টি নিয়ে ভেবে দেখেননা। কিন্তু রেল কর্তৃপক্ষ অনেক কিছু ভেবে ট্রেনের বিভিন্ন জিনিস সাজিয়েছে। যেমন ট্রেনের কামরা।
ট্রেনে যে জেনারেল কামরা বা স্লিপার ক্লাসের কামরা থাকে সেসব কামরার দরজার গায়ে লাগোয়া জানালাটি ভাল করে নজর করলে অনেকের অবাক লাগতে পারে। ওই জানালাটি বাকি জানালাগুলির থেকে আলাদা হয়।
দরজা লাগোয়া জানালায় অনেক বেশি রড থাকে। ঘিঞ্জি করে রড দিয়ে জানালা ঘিরে রাখা হয়। কিন্তু কেন কেবল ওই জানালাতেই বেশি রড দেওয়া থাকে?
এর পিছনে ২টি কারণ রয়েছে। একটি হল চুরি আটকানো। ট্রেনের পাদানিতে পা রেখে জানালা দিয়ে হাত গলিয়ে চুরি করা সবচেয়ে সহজ হয়। যাত্রীরা একটু অসতর্ক হলেই এভাবে চোররা চুরি করে নিতে পারে জিনিসপত্র।
এটা চলন্ত ট্রেনেও সম্ভব। কারণ চোর যদি পাদানিতে দাঁড়িয়ে থাকে তবে জিনিস চুরি করে সে পরের স্টেশনে নেমে যেতে পারে। অথবা দাঁড়িয়ে থাকা ট্রেনেই পাদানিতে পা রেখে তার চুরি করতে সুবিধা হয়। তাই দরজা লাগোয়া জানালা অনেক বেশি রড দিয়ে ঘেরা থাকে। যাতে সেখানে হাত ঢুকিয়ে কিছু নেওয়া সম্ভব না হয়।
এছাড়া ট্রেনের দরজা ওই জানালা দিয়ে হাত ঢুকিয়ে খোলার চেষ্টা হতে পারে। চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এভাবে জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ফেলতে পারলে যাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে এসে পড়ে। তাই যাতে জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা না খোলা যায় সেজন্যও এভাবে জানালায় রড বেশি দেওয়া হয়।