দেশের দীর্ঘতম রেল সফর কোনগুলি, কোন কোন রুটে চলে সেই ট্রেন
দেশের যে ৩টি সবচেয়ে লম্বা ট্রেন সফর রয়েছে, তার ২টি ট্রেন এ রাজ্যের ওপর দিয়ে গেছে। এই ৩টি ট্রেন সম্বন্ধে জানলে অবাক হতে হয়।
ভারতের রেল নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহৎ। সারাদিনে বহু ট্রেন ছুটে চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে। এর মধ্যেই এমন ৩টি দূরপাল্লার ট্রেন রয়েছে যাতে একবার চড়ে বসলে নামা দীর্ঘ সময়ের পর।
ভারতের তৃতীয় সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল তিরুবনন্তপুরম গুয়াহাটি সুপার ফাস্ট এক্সপ্রেস। ৩ হাজার ৫৫৩ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন। যা অতিক্রম করতে তার লাগে ৬৫ ঘণ্টা। অর্থাৎ ২ দিন ১৭ ঘণ্টা।
ট্রেনটি ৮টি রাজ্যের ওপর দিয়ে যায়। যে তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। এছাড়া রয়েছে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা। সপ্তাহে ১ দিন ছাড়ে এই ট্রেন।
দেশের দ্বিতীয় লম্বা রুটের ট্রেন হল কাশ্মীর হিমসাগর এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত যায়। ট্রেনটির এই উত্তরপ্রান্ত থেকে দক্ষিণপ্রান্ত জোড়া রুট ৩ হাজার ৭৮৭ কিলোমিটার দীর্ঘ। যেতে ৭২ ঘণ্টা সময় লাগে। যাত্রাপথে ১২টি রাজ্য পার করে এই ট্রেন।
দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়া বিবেক এক্সপ্রেস। ২০১১-১২ অর্থবর্ষের রেল বাজেটে প্রস্তাব করা হয় এই রেল রুটের। উপলক্ষ ছিল স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন।
স্বামীজিকে স্মরণ করে সে বছর বিবেক এক্সপ্রেস নামে একটি ট্রেন বেশ কয়েকটি রুটে চালুর প্রস্তাব করা হয়েছিল। সেই তালিকায় একটি বিবেক এক্সপ্রেস ছিল দক্ষিণের কন্যাকুমারী থেকে পূর্বের ডিব্রুগড় পর্যন্ত। যা যাত্রা শুরু করে ২০১৩ সাল থেকে।
যেদিন ট্রেনটি কন্যাকুমারী থেকে ছাড়ছে সেই দিনটি ধরে ৪ দিনের মাথায় সেটি ডিব্রুগড় পৌঁছয়। গন্তব্যে পৌঁছতে ৭৬ ঘণ্টা সময় নেয় ট্রেনটি। এই ট্রেনটিও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাতায়াত করে।