Feature

দেশের একমাত্র রেলস্টেশন যেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম নেই

রেলস্টেশনে গেলেই ১ নম্বর থেকে শুরু করে পরপর প্ল্যাটফর্ম নজরে পড়ে। কিন্তু এ দেশে একটি এমন জংশন স্টেশনও রয়েছে যেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম নেই।

ভারতের অন্যতম যোগাযোগ মাধ্যম হল রেল। সে ছোট দূরত্বই হোক বা অনেক দূরের কোনও গন্তব্য। এখনও সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সবচেয়ে বড় ভরসার নাম রেল। ভারত জুড়ে অনেক রেলস্টেশন রয়েছে। অনেক জংশন স্টেশনও রয়েছে।

জংশন স্টেশনে আবার প্ল্যাটফর্ম সংখ্যা বেশি হয়। যাতে সেখান থেকে একাধিক রুটে রেল ছুটতে পারে। তেমনই একটি জংশন স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মটা নেই। অনেক খুঁজলেও সেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যাবেনা।


বিহারের বহু পুরনো একটি স্টেশন হল বারাউনি জংশন। অত্যন্ত ব্যস্ত এই জংশন হয়ে নানা প্রান্তে ট্রেন চলে যাচ্ছে। এই বারাউনি স্টেশনে কিন্তু ১ নম্বর বলে কোনও প্ল্যাটফর্ম নেই। তবে বাকি নম্বরের প্ল্যাটফর্ম রয়েছে।

নজরে পড়বে ২ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু ১ নম্বর নেই। কিন্তু কেন এমনটা হল? জানা যাচ্ছে, এই বারাউনি রেল জংশনে এক জায়গায় ২টি লাইন একসঙ্গে যুক্ত হয়েছে। তাই ২ নম্বর প্ল্যাটফর্ম আসলে ২টি রয়েছে। যেখানে একটি আপ ও একটি ডাউন লাইন।


এই ২টি লাইন সংযুক্ত হয়েছে স্টেশনেই। ফলে ২ নম্বর প্ল্যাটফর্মই ২টি। প্রসঙ্গত বারাউনি বিহারের তো বটেই, গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল জংশন।

Indian Railways
ভারতীয় রেলের বারাউনি স্টেশন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @alp.gibbs24

গঙ্গার ধার ঘেঁষে বারাউনি গ্রামের নাম থেকেই এই বারাউনি রেলস্টেশনের নাম। যা বিহারের বেগুসরাই জেলার মধ্যে অবস্থিত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button