দেশের সবচেয়ে ক্লান্তিকর রেলযাত্রা, ট্রেনটার নাম জানেন
এদেশে ট্রেন রুট জালের মত ছড়িয়ে আছে। ট্রেনে যাত্রা অনেকের কাছেই ক্লান্তিকর। দেশে এমন একটি ট্রেন আছে যে ট্রেনে যাত্রা ক্লান্তিকর এবং বিরক্তিকর হয়ে ওঠে।
ভারতের মত দেশে ট্রেন এক অন্যতম যোগাযোগের উপায়। ট্রেনে দেশের যে কোনও প্রান্তে মানুষ পৌঁছে যেতে পারেন। বিমান সকলের সামর্থ্যের মধ্যে না হলেও ট্রেনে যাত্রা অনেকেই করে থাকেন। ট্রেনে কোথাও যেতে গেলে অনেক সময় এক রাত বা তার বেশি ট্রেনে কাটাতেও হয়।
অনেকে আবার সেই ট্রেন ভ্রমণ বেশ উপভোগই করেন। তবে ভারতে এমন একটি রুট রয়েছে যে রুটে যাত্রা অধিকাংশ যাত্রীর জন্যই খুব সুখের হয়না। বরং তাঁদের কাছে তা অত্যন্ত ক্লান্তিকর এবং বিরক্তিকর বলে মনে হয়।
কেন ক্লান্তিকর ও বিরক্তিকর? এর পিছনে রয়েছে এই ট্রেনে একবার ওঠার পর এক দীর্ঘ যাত্রা। সাড়ে ৩ দিন যাত্রীদের এই ট্রেনে কাটাতে হয় গন্তব্যে পৌঁছতে।
৪ হাজার ১৮৯ কিলোমিটার পথ এই সময়কালে অতিক্রম করে ট্রেনটি। মানে এই ট্রেনে ওঠার পর একটি সপ্তাহের অর্ধেক ট্রেনেই কেটে যায়।
তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লার ট্রেন। নাম বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস এমন এক ট্রেন যাতে একবার ওঠার পর যাত্রীরা নামার কথা ভুলে যান।
ট্রেন চলতেই থাকে। একটা সময়ের পর বিরক্তি দানা বাঁধতে শুরু করে। যাত্রাপথে ট্রেনটি ৫৬টি স্টেশনে দাঁড়ায়। এটাও যে কোনও যাত্রীর জন্য ক্লান্তিকর। তাই মনে করা হয় এই ট্রেনে যাতায়াত ভারতীয় রেলের সবচেয়ে ক্লান্তিকর রেলযাত্রা।