ট্রেন ৯ ঘণ্টা লেট, গচ্ছা গেল যাত্রীর ৬ হাজার টাকা
স্টেশনে এসে জানতে পারলেন যে ট্রেনটি তাঁর ধরার কথা ছিল তা ৯ ঘণ্টা দেরিতে চলছে। এটা জানার পর ৬ হাজার টাকা গচ্ছা গেল এক যাত্রীর।
ট্রেনটি স্টেশনে আসার কথা ছিল দুপুর সওয়া ১টায়। কিন্তু এক যাত্রী স্টেশনে এসে জানতে পারলেন ট্রেনটি তখনই ৯ ঘণ্টা দেরিতে চলছে। তিনি হিসাব কষে দেখলেন ট্রেনটি পৌঁছতে রাত হয়ে যাবে। তাঁর হিসাব করা ছিল যে এই ট্রেনটি ধরে তিনি কানপুর থেকে ঝাঁসি পৌঁছবেন সন্ধের আগে।
তারপর সন্ধেয় ঝাঁসি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ধরবেন। ট্রেন লেট শুনে তিনি বুঝতে পারলেন রাজধানী ধরতে হলে এই ট্রেনটির অপেক্ষা করলে চলবে না।
এদিকে ঝাঁসি থেকে রাত সওয়া ৮টায় তাঁর রাজধানীর টিকিট আগেই কাটা রয়েছে। তিনি কানপুর থেকে ঝাঁসি পৌঁছনোর জন্য যে ট্রেনে তৎকালে দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সেটি ৯ ঘণ্টা লেট।
সময় নষ্ট না করে ওই ব্যক্তি রাজধানী ধরার জন্য কানপুর থেকে ঝাঁসি যাওয়ার জন্য একটি ইন্টার স্টেট ক্যাব বুক করেন। সেই ক্যাব ভাড়া নেয় সাড়ে ৪ হাজার টাকা।
ওই ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন ৯ ঘণ্টা ট্রেন লেটের কারণে তাঁর ৬ হাজার টাকা গচ্ছা গেল। এক তো তিনি তৎকালে দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। সে ট্রেনে তাঁর সফর করা সম্ভব হল না।
আবার ট্রেনটি পেলে তাঁর সাড়ে ৪ হাজার টাকা খরচ করে ক্যাবও বুক করতে হতনা। সব মিলিয়ে ৬ হাজার টাকা বেরিয়ে গেল ট্রেন লেট থাকার কারণে।
প্রসঙ্গত উত্তর ভারত জুড়ে গাঢ় কুয়াশার কারণে বহু ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছতে পারছেনা। অধিকাংশ ট্রেনই লেট করছে।