ভিড় সামাল দিতে একদম নতুন রাস্তায় হাঁটল রেল
প্রবল ভিড় হলে তা সামাল দিতে হবে। ট্রেনে তো যথেষ্ট মানুষকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই অতি ভিড় সামাল দিতে একদম নতুন রাস্তায় হাঁটল ভারতীয় রেল।
মেলা দিয়েই শুরু হচ্ছে এই ব্যবস্থা। মেলা মানেই তো প্রবল ভিড়। এমনও মেলা রয়েছে যেখানে ট্রেনে চেপে বহু মানুষ হাজির হবেন। আবার ট্রেনেই ফিরবেন। ফলে ট্রেনের ওপর একটি বিশেষ জায়গায় পৌঁছনোর জন্য প্রবল চাপ তৈরি হবে যাত্রীদের। তা তো ভারতীয় রেলকেই সামাল দিতে হবে।
এই অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল এবার একদম নতুন প্রযুক্তির পথে হাঁটল। যেখানে ভিড় সামাল দেওয়া ও ভিড় নিয়ন্ত্রণের প্রাথমিক কাজটা মেশিন করে দেবে। তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে।
সামনে মাঘ মেলা। এজন্য প্রয়াগরাজে প্রবল ভিড় হতে চলেছে। সেই ভিড় সামাল দিতে এবার এআই-এর ওপর ভরসা করছে রেলওয়ে। প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ স্টেশন এবং রামবাগ, এই ৩টি স্টেশনে ১৪টি হোল্ডিং এরিয়া তৈরি করা হচ্ছে ভিড় সামাল দিতে।
এখানেই ভিড়কে আটকে দেওয়া হবে। যাতে ট্রেনের সামনে গিয়ে অতিরিক্ত ভিড় জমা না হয়। এটা এআই নিয়ন্ত্রিত হতে চলেছে। প্রবল ভিড় সামাল দেওয়ার জন্য এই পদ্ধতি যদি মাঘ মেলায় কার্যকরী হয় তাহলে তা ২০২৫ সালে হতে চলা মহাকুম্ভেও কাজে লাগানোর কথা মাথায় রেখেছে ভারতীয় রেল।
মাঘ মেলা উপলক্ষে এভাবে ট্রেনে ভিড় সামাল দেওয়ার চেষ্টার উদ্যোগ যেমন নেওয়া হচ্ছে রেলের তরফে তেমনই মানুষের চাহিদার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে অতিরিক্ত অনেক ট্রেন দেওয়া হচ্ছে। স্টেশন থেকে মেলা প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার জন্য ই-রিক্সা এবং শাটল বাসের ব্যবস্থাও পাকা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা