কিছু রেলস্টেশনের নামের পাশে পিএইচ লেখা থাকে কেন
ভারতীয় রেলে যাত্রার সময় কয়েকটি স্টেশন নজরে আসে যেখানে স্টেশনের নামের পাশে পিএইচ লেখা থাকে। কেন এই কথা লেখা থাকে জানেন?
ভারতীয় রেলে তো প্রায় সকলই যাত্রা করেছেন। ট্রেনে যেতে যেতে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখেন মানুষজন। স্টেশন এলে সেদিকেও নজর যায়। ভারতে স্টেশনের নাম হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে। এমন কিছু স্টেশন যাত্রাপথে দেখতে পাওয়া যায় যেখানে স্টেশনটির নামের পাশে পিএইচ বলে ২টি ইংরাজি অক্ষর লেখা থাকে। এই পিএইচ স্টেশনের কিন্তু মানে রয়েছে। কোনও স্টেশনের নামের পাশে পিএইচ থাকা মানে তার অনেক কারণ রয়েছে।
পিএইচ মানে হল প্যাসেঞ্জার হল্ট। ভারতে কিছু এমন স্টেশন রয়েছে যাকে প্যাসেঞ্জার হল্ট বলা হয়। ভারতীয় রেলের তালিকায় এই স্টেশনগুলি হল ডি শ্রেণির স্টেশন।
এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন দাঁড়ায়। যাত্রীরা ওঠানামাও করেন। কিন্তু এই স্টেশনে কোনও সিগনাল থাকেনা। থাকেনা কোনও লুপ লাইন।
সবচেয়ে বড় ব্যাপার হল ভারতীয় রেলের কোনও কর্মী এই স্টেশনে থাকেন না। অর্থাৎ ভারতীয় রেল প্যাসেঞ্জার হল্ট স্টেশনে কোনও কর্মী নিয়োগ করেনা।
এখানে ট্রেন দাঁড়ানো থেকে ছাড়া সবই লোকো পাইলট নিজেই করে থাকেন। তবে পিএইচ স্টেশনে ২ মিনিটের জন্যই ট্রেনকে দাঁড় করাতে পারেন তিনি।
এখন প্রশ্ন হল তাহলে এই স্টেশনে যাত্রীরা টিকিট কাটেন কীভাবে? ভারতীয় রেল পিএইচ স্টেশনের জন্য চুক্তি ভিত্তিতে স্থানীয় কাউকে টিকিট বেচার দায়িত্ব দেয়। তাঁরাই টিকিট বেচেন। সাধারণভাবে এসব স্টেশনে কোনও টিকিট কাউন্টারও থাকেনা।