সিনেমার মত কাণ্ড, চালক ছাড়াই ১০০ কিমি গতিতে ছুট দিল ট্রেন
ট্রেনে কোনও চালক নেই। আচমকাই চলতে শুরু করল ট্রেন। কীভাবে ট্রেন থামানো যায় সেটাই চিন্তা। এমন সিনেমায় দেখা গিয়েছিল। এবার তা সত্যিই হল ভারতে।
টানটান সিনেমায় এমন ঘটনা দেখে অনেকেরই মনে হয়েছিল যে এমন ঘটনা সিনেমায় হয়। বাস্তবে সম্ভব নয়। যাঁরা এমনটা ভেবেছিলেন তাঁদের জানিয়ে রাখা ভাল যে ভারতেই এমন এক ঘটনা ঘটে গেল। যেখানে ট্রেন চালক ছাড়াই নিজে থেকে চলতে শুরু করল। তাও আবার ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।
কোনও সিগনাল মানা নেই। কোনও স্টেশনে থামা নেই। কোনও লেভেল ক্রসিংয়ের তোয়াক্কা করা নেই। ট্রেন ছুটল নিজের মত। আর ওই প্রবল গতিতে থাকা ট্রেন কীভাবে থামানো যায় সে চিন্তায় মাথার চুল খাড়া হয়ে গেল ইঞ্জিনিয়ার থেকে রেলের অন্য বড়কর্তা থেকে রেলের সাধারণ কর্মীদের।
ট্রেনটি যাতে নিজের মত করে ছুটতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হল। স্টেশনে লাইন ফাঁকা রাখা হল। ট্রেনটি যে লাইন ধরে ছুটছে সে লাইনও ফাঁকা রাখা হল।
লেভেল ক্রসিংগুলি আগে থেকেই বন্ধ রাখা হল। চালক ছাড়াই ১০০ কিলোমিটার গতিতে ছুটে মালবাহী ট্রেনটি একটি রাজ্য থেকে অন্য রাজ্যেও পৌঁছে যায়।
জম্মু কাশ্মীরের কাথুয়া স্টেশন থেকে ট্রেনটি আচমকাই চালক ছাড়া ছুটতে শুরু করে। ৭০ কিলোমিটার পথ এভাবেই ছুটতে থাকে। তারপর তাকে পঞ্জাবের হোসিয়ারপুরে এসে অনেক কসরত করে থামানো সম্ভব হয়।
হাঁফ ছেড়ে বাঁচেন রেলকর্তারা। এরমধ্যে যে ওই মালবাহী ট্রেনটি কোনও দুর্ঘটনা ঘটায়নি এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। কিন্তু কেন এমনটা হল? তার তদন্ত শুরু করেছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা