রেলের ভাড়া প্রায় ৫০ শতাংশ কমল, কোন রুটে কমল ভাড়া
রেলের ভাড়া এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ কমল। তবে সর্বত্র নয়। বিশেষ রুটে কমেছে এই ভাড়া। যা ওই রুটের মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
রেলের ভাড়া কমলে যাত্রীদের ভাল লাগারই কথা। আরও বেশি ভাল লাগে যাঁরা প্রায়ই ট্রেনে যাতায়াত করেন। যাঁরা আর্থিক দিক থেকে দুর্বল তেমন মানুষদের। যাত্রীদের স্বস্তি দিতে এবার সেই ভাড়া কমানোর পথেই হাঁটল নর্দার্ন রেলওয়ে।
তারা বিশেষ কিছু রুটে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ভাড়া কমানো মূলত প্রযোজ্য হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যাত্রী ভাড়ায়। লোকাল রুটে যার প্রভাব সবচেয়ে বেশি।
কাশ্মীর উপত্যকায় এই ভাড়া কমানো হচ্ছে। কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি রুটে এই ভাড়া কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নর্দার্ন রেল। ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ পড়েছে।
যেমন অনন্তনাগ জেলার সাদুরা স্টেশন থেকে শ্রীনগরের ভাড়া ৩৫ টাকা। এই ভাড়া হ্রাসের ফলে সেই ভাড়া নেমে এসেছে ১৫ টাকায়।
কাশ্মীর উপত্যকায় যত ট্রেন রুট রয়েছে তার সবকটির ক্ষেত্রেই এই ভাড়া হ্রাস প্রযোজ্য। ফলে তা বিশাল সংখ্যক যাত্রীকে স্বস্তি দেবে। এই খবর ছড়িয়ে পড়ার পর কাশ্মীর উপত্যকা জুড়েই খুশি হাওয়া বয়ে গেছে।
প্রসঙ্গত এখন কাশ্মীরে উত্তরে বারামুলা থেকে জম্মু ডিভিশনের রামবান জেলার সাঙ্গালদন পর্যন্ত ট্রেন চলাচল করে। এপ্রিল মাসের শেষ দিক থেকে উধমপুর থেকে বারামুলা ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। যা কার্যত কাশ্মীর উপত্যকার সঙ্গে সারা দেশকে ট্রেন পথে জুড়ে দেবে। যা উপত্যকার মানুষের বহুদিনের চাহিদা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা