ট্রেনের কোচ আর বগি এক নয়, কোথায় তাদের পার্থক্য
ট্রেনে সফর করার সময় অনেকেই মনে করেন তাঁরা কোচ বা বগিতে সফর করছেন। কিন্তু ট্রেনের কোচ আর বগি একেবারেই আলাদা জিনিস।
ট্রেনে তো সকলেই প্রায় কখনও না কখনও সফর করেছেন। অনেককেই বলে থাকেন এত নম্বর কোচে রয়েছেন বা এত নম্বর বগিতে রয়েছেন। তাঁদের টিকিট এই নম্বর বগিতে রয়েছে। কিন্তু যাঁরা এটা বলে থাকেন তাঁরা ভুল করে ফেলেন।
কারণ বগি আর কোচ একেবারেই এক নয়। ২টি একদম আলাদা। বাস্তবে কোনও যাত্রী কোনওদিন কোনও বগিতে যাত্রাই করেননি। কিছুটা অবাক শুনতে হলেও এটাই বাস্তব।
ট্রেনের বগি আর কোচ হল ২টি আলাদা অংশ। ট্রেনের যে অংশে চাকা রয়েছে, স্প্রিং রয়েছে, ব্রেক রয়েছে এবং আরও যন্ত্র থাকে এবং যার ওপর আদপে ট্রেনের কামরা নামক বাক্সটি বসানো থাকে তাকে বলে বগি।
বলা যেতে পারে ট্রেনের চেসিসকে বগি বলা হয়। তার ওপর কামরা না তৈরি করা হলে সেটি ট্রেনের রূপই নেবে না। এই বগির ওপরই তৈরি হয় কোচ।
কোচ হল সেই অংশ যাতে যাত্রীরা বসে সফর করেন। কোচের নানা ধরনের শ্রেণি হয়। দ্বিতীয় শ্রেণি, প্রথম শ্রেণি, এসি কোচ, জেনারেল কোচ।
যেসব পণ্যবাহী ট্রেন রয়েছে, যাকে সাধারণ মানুষ মালগাড়ি বলে থাকেন, তার ক্ষেত্রেও ঠিক এটাই প্রযোজ্য। অর্থাৎ বগির ওপর বসানো হয় পণ্য পরিবহণের সেই বাক্সটি।
যার মধ্যে পণ্য ভরে গুডস ট্রেন বা পণ্যবাহী ট্রেন বা আমজনতার ভাষায় মালগাড়ি ছুটে যায় অন্য নানা প্রান্তে। ফলে বগি আর কোচ এক নয়। বগির ওপর বসানো থাকে কোচ। আর সেই কোচেই মানুষ সফর করেন। বগিতে বসে নয়।