ট্রেন ঠেলতে দেখেছেন কখনও, এবার সেটাও দেখা গেল
রাস্তায় গাড়ি খারাপ হলে তাকে কয়েকজনে মিলে ঠেলে নিয়ে যান। এ দৃশ্যের সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু ট্রেন খারাপ হলে ঠেলতে দেখেছেন কখনও?
অনেকসময় গাড়ি বা বাস স্টার্ট নিতে চায়না। তখন গাড়ি বা বাসের আরোহীরা তাকে ঠেলতে থাকেন। অনেক সময় আশপাশের মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাস্তায় চলতে গিয়ে এ দৃশ্য অনেকেই দেখেছেন।
গাড়ি বা বাস ঠেলা এক জিনিস। তা বলে ট্রেন? অনেকে হয়তো এ দৃশ্য না দেখলে বিশ্বাসও করতে পারতেন না যে কয়েকজনে মিলে ট্রেনও ঠেলে নিয়ে যাওয়া যায়! তবে সেটাই ঘটেছে। ঘটেছে ভারতেই। সে ছবি শেয়ারও হয়েছে হুহু করে।
ট্রেন পর্যবেক্ষণ কোচ রেলের আধিকারিক ও কর্মীদের নিয়ে যাচ্ছিল। আচমকাই তা বিগড়ে যায়। যেখানে সেটি খারাপ হয় সেই লাইন অত্যন্ত ব্যস্ত। ফলে সেখানে তা কখন সারানো হবে তার ভরসায় দাঁড়িয়ে থাকলে সুদীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হবে।
তাই রেল কর্তারা সিদ্ধান্ত নেন দ্রুত কোচটিকে ব্যস্ত লাইন থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। সিদ্ধান্ত হয় রেলের কর্মীরাই সেই ট্রেনকে ঠেলে নিয়ে যাবেন। শুরু হয় ঠেলা। তারই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
যেখানে দেখা গেছে একটি লেভেল ক্রসিং বন্ধ করে রেখে ট্রেনটিকে অনেক রেলকর্মী মিলে ঠেলে পাশের লাইনে নিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছেন। ট্রেন খুব ধীরে হলেও মানুষের ঠেলায় এগোচ্ছেও।
এভাবে ট্রেনটিকে সরিয়েও দেওয়া হয় ওই লাইন থেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। যে ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্কের ঝড় উঠেছে।