স্ত্রীর ব্যাগ তুলতে গিয়ে বন্দে ভারতে বিরল অভিজ্ঞতা স্বামীর
স্ত্রী একাই যাবেন। কিন্তু তাঁর পক্ষে ২টি বড় ব্যাগ ট্রেনে তোলা সম্ভব ছিলনা। তাই স্বামীর ব্যাগ তুলে দিয়ে নেমে যাওয়ার কথা। কিন্তু তার আগেই ঘটল আসল ঘটনা।
তিনি গাড়ি নিয়েই এসেছিলেন স্টেশনে। স্ত্রী যাবেন বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে। তাঁকে ছাড়তেই স্বামীর স্টেশনে আসা। ঠিক করেছিলেন স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে, তাঁর সঙ্গে থাকা ২টি বড় ব্যাগ ঠিকঠাক জায়গায় ট্রেনে রেখে, তিনি নেমে যাবেন।
স্ত্রীর পক্ষে ২টি ব্যাগ ট্রেনে তুলে তা ঠিকঠাক করে রাখা সম্ভব নয়। স্ত্রীকে নিছক ব্যাগ রাখতে সাহায্য করতেই ওই প্রৌঢ় ব্যক্তি বন্দে ভারত এক্সপ্রেসে ওঠেন।
ট্রেন তখন ভদোদরা স্টেশনে দাঁড়িয়ে। কিন্তু বিপত্তি হয় স্ত্রী ও তাঁর সঙ্গে থাকা ব্যাগ নিয়ে ট্রেনে উঠতেই। ওই ব্যক্তি ট্রেনে ওঠার পরই আচমকা ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ট্রেন চলতে শুরু করে।
তিনি প্রথমে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু দরজা খোলেনি। অগত্যা তিনি টিকিট পরীক্ষককে গিয়ে ট্রেন থামাতে বলেন। কিন্তু ট্রেন ততক্ষণে গতি নিয়ে নিয়েছে। ফলে ট্রেন ওই অবস্থায় থামানো যাবেনা বলে জানিয়ে দেন টিকিট পরীক্ষক।
ওই ব্যক্তির পরনে ছিল রাত পোশাক। তাঁর স্ত্রীকে ট্রেনে তুলেই গাড়িতে বাড়ি ফেরার কথা। প্রাথমিক বিরক্তি কাটিয়ে ওই ব্যক্তি অপেক্ষা করেন পরের স্টেশন সুরাট আসা পর্যন্ত।
গুজরাটের ওই দম্পতি তারপর ট্রেন থেকেই মেয়েকে ছবি পোস্ট করেন। মজা করে লেখেন, একই সঙ্গে বন্দে ভারত আর শতাব্দীতে যাত্রা করছেন। সুরাট স্টেশনে ট্রেন দাঁড়ালে ওই ব্যক্তি নেমে যান। স্ত্রী গন্তব্য মুম্বইতে ওই ট্রেনে চলে যান।
এদিকে ওই ব্যক্তি আবার ভদোদরা ফেরার টিকিটের ব্যবস্থা করেন। কারণ তাঁর গাড়ি তো ভদোদরা স্টেশনে রাখা রয়েছে। গোটা ঘটনা তাঁর মেয়ে সোশাল মিডিয়ায় দেওয়ার পর বহু মানুষ কমেন্ট করতে থাকেন। ঘটনায় অধিকাংশ মানুষই মজা করে কমেন্ট করেছেন।