এমনিতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা। সারা ভারতেই তা প্রযোজ্য। কিন্তু আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে কিছুদিনের জন্য প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। একধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে টিকিটের মূল্য। ২০ টাকা। উৎসবের মরসুম মানেই স্টেশন চত্বরে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়। রেল সূত্রের খবর, সেই ভিড়ে লাগাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এরফলে যাত্রীদের ট্রেনে চড়া বা ট্রেন থেকে নেমে বাইরে বার হওয়ায় সমস্যা কম হবে বলে মনে করছে তারা।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের নয়া মূল্য কার্যকর থাকবে। ফলে আগামী বুধবার থেকেই প্ল্যাটফর্মে ঢুকলে ১০ টাকার জায়গায় ২০ টাকার প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে সকলকে। তবে শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেলের স্টেশনেই।