দেশের শেষ রেলস্টেশন রয়েছে এ রাজ্যেই, কি নাম জানেন
দেশের শেষ রেলস্টেশন কোনটি প্রশ্ন করা হলে অনেকেই দেশের নানা শেষ প্রান্তের নাম বলতে পারেন। কিন্তু এদেশের শেষ রেলস্টেশন রয়েছে এ রাজ্যেই।
দেশের শেষ রেলস্টেশন। এখানে মনে হতেই পারে যে দেশে তো অনেক সীমান্ত অঞ্চল রয়েছে। অনেক দেশের সঙ্গেই ভারত তার সীমান্ত ভাগ করেছে। সেখানে একেবারে সীমান্তের ধার ঘেঁষা স্টেশনটিই শেষ স্টেশন হওয়া উচিত। আর সেক্ষেত্রে শেষ স্টেশন তো একটা হবেনা!
কিন্তু ভারতে একটি স্টেশন রয়েছে যা দেশের শেষ রেলস্টেশনের মর্যাদা পেয়েছে। আর তা রয়েছে এই পশ্চিমবঙ্গেই। যেখানে কোনও যাত্রীবাহী ট্রেন থামে না। কার্যত ইংরেজ আমলে তৈরি এই স্টেশন সেই সেময় যেমনটা ছিল, এখনও তাকে তেমন রূপেই দেখতে পাওয়া যাবে।
তেমন কোনও পরিবর্তন হয়নি এই স্টেশনের। স্টেশনে যাত্রীদের আনাগোনাও নেই। ট্রেনই থামে না তো এসে লাভ কি! স্টেশনটি তাহলে কি কাজে আসে? এই স্টেশন পণ্যবাহী ট্রেনের সুবিধার কাজে আসে।
স্টেশনটি রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মালদার হবিবপুরে বাংলাদেশ লাগোয়া এই স্টেশনের নাম সিঙ্গাবাদ। মোটেও কোনও বড় স্টেশন নয়। চেহারায় নেহাতই ছোট মামুলি স্টেশন। কিন্তু তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
ভারতের অন্যতম প্রাচীন স্টেশন এটি। এখান থেকে বাংলাদেশ সীমান্ত হাঁটা পথ। বাংলাদেশ সীমান্তে পৌঁছনোর আগে সিঙ্গাবাদের পর আর কোনও স্টেশন নেই।
তাই সেটাই শেষ স্টেশন হয়ে গেছে। তাই যতই মামুলি চেহারা হোক, ভারতের শেষ স্টেশন হিসাবে এই সিঙ্গাবাদ স্টেশনের নাম কিন্তু ইতিহাসে থেকে যাবে।