এবার থেকে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছবে রাজধানী, দুরন্ত
এবার থেকে একটি রুটে রাজধানী, দুরন্ত, বন্দে ভারতের মত ট্রেনগুলি আরও কম সময়ে গন্তব্যে পৌঁছে যাবে। এজন্য বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল।
যাত্রীদের জন্য অবশ্যই খুশির খবর। হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা, হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা, এই ৪টি ট্রেন তার গন্তব্যে এখন যে সময় পৌঁছয় তার চেয়ে কম সময়ে পৌঁছবে।
সেই ব্যবস্থাই পাকা করল পূর্ব রেল। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এটাও পরিস্কার করে দিয়েছেন যে কোন ট্রেন কত সময় যাত্রীদের বাঁচাবে।
হাওড়া থেকেই যেহেতু ৪টি ট্রেন, তাই তা এ রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর তো বটেই। তবে এই সময় কমানোর ব্যবস্থাটা করা হয়েছে সীতারামপুর ও ঝাঝা-র মধ্যে।
আসানসোল ডিভিশনের ১৪৩ কিলোমিটার এই রেলপথে এই ট্রেনগুলির গতি বৃদ্ধি করা হয়েছে। মানে এখন যে গতিতে এই পথ ট্রেনগুলি অতিক্রম করে, তার চেয়ে বেশি গতিতে ট্রেনগুলি এই রুট অতিক্রম করবে।
এখন ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটলেও আগামী দিনে তা ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটবে। এতে বন্দে ভারত নতুন গতিতে ছুটে ৮ মিনিট বাঁচাবে।
অন্যদিকে রাজধানী, দুরন্ত ও পূর্বা এক্সপ্রেস ১১ থেকে ১২ মিনিট বাঁচাবে। যেহেতু সীতারামপুর ও ঝাঝা-র মধ্যে দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে, তাই এদের গন্তব্যে পৌঁছনোও তাড়াতাড়ি হবে। যা যাত্রীদের সময় বাঁচাবে। অন্যদিকে সীতারামপুর ও ঝাঝা-র মধ্যে পণ্যবাহী ট্রেনও আগামী দিনে গতি বাড়িয়ে ছুটবে।