National

দেশের সাধারণ মানুষের জন্য বড় উপহার ঘোষণা করল রেল

দেশের আম নাগরিকের যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম হল রেল। সেই রেলমন্ত্রক এবার দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে বড় ঘোষণা করে দিল।

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেল যোগাযোগ ব্যবস্থা। ভারতের মত দেশে রেল আমজনতার যাতায়াতের সবচেয়ে বড় ভরসা। লোকাল ট্রেন যেমন আমজনতার যাতায়াতের প্রধান ভরসা, তেমনই দূরপাল্লাতেও রেলই সবচেয়ে কম খরচে পৌঁছে দিতে পারে গন্তব্যে।

সেই ভারতীয় রেল এবার দেশের আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল। তাও একেবারেই সাধারণ মানুষের কথা বিবেচনা করে নেওয়া হল সিদ্ধান্ত। যা রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে।


দেশের একটা বড় অংশের মানুষের রেলের সাধারণ কামরা বা জেনারেল কোচ দরকার পড়ে। কারণ এই ধরনের কামরায় অনেক কম খরচে দূরের গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হয়।

তাঁদের কথা মাথায় রেখে রেলমন্ত্রক ঘোষণা করেছে ৪৬টি অতি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের সঙ্গে ৯২টি জেনারেল কোচ যোগ করে দেওয়া হবে। অর্থাৎ আরও জেনারেল কোচ পেতে চলেছে এই ট্রেনগুলি।


গুয়াহাটি জম্মু তাওয়াই এক্সপ্রেস, মুম্বই বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল হুবলি সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু সিটি বেলাগাভি সুপারফাস্ট এক্সপ্রেস সহ ৪৬টি এক্সপ্রেসে এই বাড়তি জেনারেল কোচ যুক্ত করা হচ্ছে। এরফলে সাধারণ মানুষের পক্ষে কম খরচ করেও দূরের গন্তব্যে সহজে পৌঁছনো আরও সহজ হয়ে গেল।

প্রসঙ্গত ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১০ হাজার নন এসি কোচ তৈরির কথা জানিয়েছে রেল মন্ত্রক। এরফলে সাধারণ মানুষের পক্ষে কম খরচে যাতায়াত আরও সুগম হবে রেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button